
ঢাকা প্রিমিয়ার লিগে আজ দিনের শুরুতে মুগ্ধতা ছড়িয়েছেন নাঈম ইসলাম। খেলেছেন ১২৫ বলে ১৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস। একটুর জন্য বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে পাননি ডাবল সেঞ্চুরির দেখা। তবুও নাঈমের ব্যাটে ভর করে রেকর্ড রান সংগ্রহ করেছে প্রাইম ব্যাংক।
ডিপিএলে আজ রোববার থেকে শুরু হয়েছে তৃতীয় রাউন্ড। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন।যেখানে আগে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংকের হয়ে ঝড়ো এই সেঞ্চুরির ইনিংস খেলেন নাঈম। যেখানে তিনি হাকিয়েছেন ৮ ছক্কা ও ১৮টি চার।
নাঈমের সেঞ্চুরির সুবাদে ডিপিএলে রেকর্ড রান সংগ্রহ পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। নির্ধারিত ৫০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৪২২ রান। এর আগে ২০১৮ সালে ৩৯৩ রান করেছিল আবাহনী। এতদিন সেটিই ছিল সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। এবার যা ভেঙে দিল প্রাইম ব্যাংক।
আরও পড়ুন:
» যেভাবে ভারতকে পাল্টা চাপে ফেলতে চায় নিউজিল্যান্ড
» আচমকা দুঃসংবাদ, শেষ মুহূর্তে স্থগিত বার্সেলোনার ম্যাচ
ম্যাচ শুরুতেই ব্রাদার্স ইউনিয়নের সিদ্ধান্ত ছিল টস জিতে প্রাইম ব্যাংককে ব্যাটিংয়ে পাঠানো। কিন্তু তাদের এই সিদ্ধান্তই বিপর্যয় ডেকে আনে। নাঈম ইসলাম এবং সাব্বির হোসেনের জুটি মাঠে নামার পর থেকেই রানের ফ্লো শুরু করে। নাঈমের ব্যাট থেকে আসতে থাকে একের পর এক ছক্কা-চারের মার। মাত্র ৮০ বলেই তিনি পৌঁছে যান সেঞ্চুরিতে।
শতক হাঁকানোর পর নাঈমের ব্যাটিং আরও আগ্রাসী হয়ে ওঠে। ব্রাদার্স ইউনিয়নের বোলাররা তার সামনে অসহায় মনে হচ্ছিল। ১০৬ বলেই তিনি দেড়শ রান পার করেন। তখন মনে হচ্ছিল, তিনি ডাবল সেঞ্চুরি করে ফেলবেন। কিন্তু ১৭৬ রানে থাকা অবস্থায় কাভারে ক্যাচ তুলে দেন তিনি।
বাংলাদেশের লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড এখনও সৌম্য সরকারের দখলে। ২০১৯ সালে আবাহনীর হয়ে ধানমন্ডির বিপক্ষে তিনি করেছিলেন ২০৮ রান। নাঈমের ইনিংসটি সেই রেকর্ডের খুব কাছাকাছি ছিল, কিন্তু শেষ মুহূর্তে ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেও তার এই ইনিংস ডিপিএল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
ক্রিফোস্পোর্টস/৯মার্চ২৫/এফএএস
