গত কয়েক বছর ধরে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই উত্তেজনায় ভরপুর। সাথে রয়েছে নানান ধরনের উদযাপন। সেই ২০১৮ নিদহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ‘নাগিন ড্যান্স’ দিয়ে উদযাপন করেছিল বাংলাদেশ। এরপর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়েও একই উদযাপন করেছিল লঙ্কানরা।
গত ওয়ানডে বিশ্বকাপে যুক্ত হয়েছে নতুন আরেকটি উদযাপন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বিতর্কিত টাইমড আউটের শিকার হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। এরপর সাকিব আল হাসানকে আউট করে হাতে সময় দেখিয়ে ‘টাইমড আউট’ উদযাপন করেছিলেন ম্যাথিউজ। এবার সেই ‘টাইমড আউট’ উদযাপন আলোচনায় উঠে এসেছে চলমান বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজেও।
বাংলাদেশ বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে ‘টাইমড আউট’ উদযাপন করেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। এবার ওয়ানডে সিরিজ জয়ের পর ট্রফির সাথে হেলমেট নিয়ে উদযাপন করেছেন মুশফিকুর রহিম।
হেলমেট মূলত ম্যাথিউজের ‘টাইমড আউট’ এরই অংশ। বিশ্বকাপের ম্যাচে ভুল হেলমেট নিয়ে আসায় সেটা পরিবর্তন করতে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ক্রিজে পৌঁছাতে পারেননি ম্যাথিউজ। যার ফলে টাইমড আউটের শিকার হয়েছিলেন তিনি। আর হয়তো সেটাই মনে করিয়ে দিতে হেলমেট হাতে উদযাপন করতে দেখা গেছে মুশফিকুর রহিমকে।
আজ সোমবার (১৮ মার্চ) সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ২৩৬ রানের পুজি পায় সফরকারীরা। জবাবে ৫৮ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।
আরও পড়ুন: শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/১৮মার্চ২৪/এমটি