টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন নাহিদ রানা। বল হাতে নৈপুণ্য দেখিয়ে আস্থা অর্জন করেছেন সিলেক্টর ও কোচদের। সেই ধারাবাহিকতায় টেস্টের পর ওয়ানডে ক্রিকেটে নাম লেখান এই গতিময় পেসার। এবার টি-টোয়েন্টি ক্রিকেটেও অভিষেকের অপেক্ষায় এই উঠতি তারকা।
প্রথমবারের মতো বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন নাহিদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর একদিন আগে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই অভিষেক হতে পারে নাহিদের। ইতোমধ্যে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে খেলেছেন এই পেসার। সেখানে বল হাতে গতির ঝড় তুলেছিলেন এই তরুণ। টেস্টে এক ফাইফারসহ দুই ইনিংসে শিকার করেছেন ৬ উইকেট। এছাড়া ওয়ানডেতে ২ ম্যাচে ২টি উইকেটের দেখা পেয়েছেন ‘চাপাই এক্সপ্রেস’ খ্যাত এই পেসার।
আরও পড়ুন:
» ব্যাট হাতে চেনা রূপে তামিম, তবে হাতছাড়া করলেন সেঞ্চুরি
» টি-টোয়েন্টি সিরিজের কঠিন চ্যালেঞ্জ নিয়ে যা বলছেন অধিনায়ক লিটন
টেস্ট সিরিজের পরই টাইগার প্রধান কোচ ফিল সিমন্স নাহিদকে টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছিলেন। যদিও বিসিবি ঘোষিত দলে রাখা হয়নি তাকে। তবে সিরিজ শুরুর একদিন আগে তাকে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে দলে নিয়েছে বিসিবি।
আগামীকাল সোমবার (১৬ ডিসেম্বর) মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সেন্ট ভিনসেন্টের আরনোস ভেল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি। একই ভেন্যুতে সিরিজের বাকি দুই ম্যাচ ১৮ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মণ্ডল ও নাহিদ রানা।
ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৪/বিটি