আজ থেকে মাঠে গড়িয়েছে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টস জিতে এদিন আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। এই ম্যাচে ভারতীয় ব্যাটারদের বিপদে ফেলতে পারেন টাইগার তরুণ পেসার নাহিদ রানা, মনে করেন দীনেশ কার্তিক।
গতকাল বুধবার ক্রিকবাজের অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এমন কথাই জানান এই সাবেক ভারতীয় ক্রিকেটার। দীনেশ কার্তিক মনে করেন বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে নাহিদ রানা কঠিন পরীক্ষা নিতে পারেন ভারতীয় ব্যাটারদের।
বাংলাদেশের কোন ক্রিকেটারকে নিয়ে সাবধান থাকতে হবে ভারতকে? এমন প্রশ্নের জবাবে দীনেশ কার্তিক বলেন, ‘বাংলাদেশের আকর্ষণীয় দিক হচ্ছে, তারা দলে নাহিদ রানার মতো তরুণ পেসারকে দলে রেখেছে। লম্বা এই পেসার খুব বেশি রান-আপ নেয় না, তবে আমি মনে করি সে তার গতি দিয়ে ভারতীয় ক্রিকেটারদের বিপদে ফেলতে পারেন।’
এর আগে আরেক আলোচনায় এই সাবেক ক্রিকেটার বলেছিলেন বাংলাদেশকে হারাতে ভারতের তেমন কোন সমস্যা হবে না, ‘ব্যক্তিগতভাবে আমার তেমন মনে হয় না (বাংলাদেশ ভারতকে কঠিন চ্যালেঞ্জ দিবে)। ভারতকে ভারতের মাটিতে হারানোই বাংলাদেশের জন্য বিশাল চ্যালেঞ্জ। পাকিস্তানে তারা ভালো খেলেছে। তবে আমার মনে হয় না, বাংলাদেশকে হারাতে ভারতের তেমন সমস্যা হবে।’
তবে এবারের এই বাংলাদেশ দলকে সময়ের সেরা দল মনে করছেন হার্শা ভোগলে। আত্মবিশ্বাসের টাইগারও এবার ভারতে গিয়েছে ইতিহাস গড়ার লক্ষ্যে। মুখোমুখি পরিসংখ্যানে আজ পর্যন্ত খেলা ১৩ ম্যাচে কখনও ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। এবার সুযোগ রয়েছে জয়ের খাতা খোলার।
আরও পড়ুন: ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ, একাদশে যারা আছেন
ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৪/এফএএস