Connect with us
ক্রিকেট

পিএসএল খেলতে দেশ ছাড়ার আগে আত্মবিশ্বাসী নাহিদ রানা

Pakistan Super League
পাকিস্তান সুপার লিগের। ছবি- সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর মাঠে গড়িয়েছে ১১ এপ্রিল। তবে শুরু থেকে টুর্নামেন্টে খেলার ছাড়পত্র (এনওসি) পাননি বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে অংশ নেওয়ার পর বিসিবির কাছ থেকে এনওসি পেয়েছেন তিনি। ফলে আসরের মাঝপথে পিএসএলে যোগ দিচ্ছেন এই পেসার।

আজ (শনিবার) দেশ ছাড়বেন নাহিদ। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের আত্মবিশ্বাসের কথা জানান তিনি।

নাহিদ বলেন, ‘নিজেকে নিয়ে আমি আত্মবিশ্বাসী। দলের জন্য সর্বোচ্চটা দিতে চাই। যদি সেটা করতে পারি, অবশ্যই ভালো কিছু হবে।’

পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলবেন নাহিদ। চলতি বছরের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত ড্রাফটে ‘গোল্ড’ ক্যাটাগরি থেকে তাকে দলে নেয় পেশোয়ার।


আরও পড়ুন

»নারী কাবাডিতে নতুন আশা দেখছে বাংলাদেশ

»নাটকীয়তা শেষে কোপা দেল রে ফাইনালে খেলছে রিয়াল মাদ্রিদ


এদিকে, নাহিদের যোগদানের আগেই পেশোয়ার জালমি পাঁচটি ম্যাচ খেলেছে। এখন পর্যন্ত ৩টি ম্যাচে হার এবং ২টি জয় নিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে তারা।

পিএসএলের এবারের আসরে আরও দুই বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে। রিশাদ হোসেন ইতিমধ্যেই চারটি ম্যাচ খেলে ফেলেছেন। অন্যদিকে, চোটের কারণে আসর শুরুর আগেই ছিটকে গেছেন লিটন দাস।

ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৫/এসএ/এনজি

 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট