পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৫ আসরে দল পেয়েছেন বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানা। পিএসএলের প্লেয়ার্স ড্রাফট থেকে বাংলাদেশি এই গতি তারকাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে দল পেয়েছেন এই ২২ বছর বয়সী এক্সপ্রেস পেসার।
আজ সোমবার (১৩ জানুয়ারি) লাহোর ফোর্টে অনুষ্ঠিত হচ্ছে পিএসএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট। আর ড্রাফটের তৃতীয় সর্বোচ্চ দামী গোল্ড ক্যাটাগরিতে ছিলেন নাহিদ রানা। আর সেখান থেকেই তাকে দলে নিয়েছে বাবর আজমের দল পেশোয়ার জালমি।
বল হাতে দুর্দান্ত সময় পার করছেন নাহিদ রানা। জাতীয় দলের পর বিপিএলেও গতি দিয়ে পরাস্ত করছেন প্রতিপক্ষ ব্যাটারদের। চলতি বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে ৬ ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন এই গতি তারকা।
আরও পড়ুন:
» আসন্ন বিশ্বকাপে থাকছে বাংলাদেশের নারী আম্পায়ার
» চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা
এর আগে ড্রাফটের শুরুতে ডাকা হয় সর্বোচ্চ মূল্যবান প্লাটিনাম ক্যাটাগরির ক্রিকেটারদের নাম। এই ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে আছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তবে এই দুই তারকাকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। যে কারণে প্রথম ডাকে ডাকে অবিক্রিত থেকে গেছেন তারা।
এরপর দ্বিতীয় সর্বোচ্চ দামি ডায়মন্ড ক্যাটাগরি থেকো কোনো বাংলাদেশিকে দলে নেয়নি ফ্রাঞ্চাইজিগুলো। এই ক্যাটাগরিতে রয়েছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়সহ মোট ৫ ক্রিকেটার। তবে দুর্দান্ত ছন্দে থাকা তাসকিনকেও নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি।
এখন পর্যন্ত শুধু এই তিন ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের নাম ডাকা হয়েছে। গোল্ড ক্যাটাগরিতে নাহিদ রানাসহ মোট ১১ বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে। এছাড়া সিলভার ক্যাটাগরিতে রয়েছে সর্বোচ্চ ২১ জন বাংলাদেশি ক্রিকেটার।
যেসব ক্রিকেটাররা প্রথম ডাকে দল পায়নি তাদের এখনও সুযোগ রয়েছে। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে দল না পাওয়া ক্রিকেটারদের নেওয়া সুযোগ পাবে ফ্রাঞ্চাইজিগুলো। সেখানে আরো অনেকেই দল পাবেন।
উল্লেখ্য, এবারের পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে ৫১০ জন বিদেশি ক্রিকেটার নাম দিয়েছেন। যার মধ্যে বাংলাদেশ থেকে আছেন ৩৯ জন ক্রিকেটার। আগামী ৮ এপ্রিল মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের দশম আসর। সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি-মার্চের দিকে অনুষ্ঠিত হয়ে থাকে পিএসএল। তবে এবার পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে কিছুটা পিছিয়ে আইপিএলের সময়ই মাঠে গড়াবে পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।
ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৫/বিটি