
চলমান পিএসএলে এবার বাংলাদেশ থেকে দল পেয়েছেন ৩ ক্রিকেটার। লিটন কুমার দাস ও রিশাদ হোসেনের সঙ্গে এই তালিকায় আছেন তরুণ স্পিডস্টার নাহির রানা। তবে বাকি দুইজন পিএসএলে পুরো সময়ের জন্য এনওসি পেলেও রানা পাননি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল এই তরুণের। অবশেষে প্রথম টেস্ট খেলে পিএসএল খেলতে যাচ্ছেন এই পেসার।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট চারদিনেই সমাপ্ত হয়েছে। গতকাল ম্যাচ শেষ করে আজ সিলেট থেকে ঢাকায় ফিরেছেন রানা। এ সময় তার ভ্রমণসঙ্গী ছিলেন বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার আতাহার আলী খান। ফেসবুকে তার শেয়ার করা একটি ছবিতে দুজনকে একইসঙ্গে দেখা গেছে। তাছাড়া রানাকে পিএসএলের জন্য শুভকামনাও জানিয়েছেন এই ধারাভাষ্যকার।
রানার সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে আতাহার লেখেন, ‘২০২৫ পিএসএলে নাহিদ রানার সর্বোচ্চ সাফল্য কামনা করছি।’ তাছাড়া আতহার আলী খানও পিএসএলে ধারাভাষ্য দিতে পাকিস্তান যাবেন। তবে তারা একসঙ্গে যাবেন নাকি আলাদা, সেটা জানা যায়নি।
আরও পড়ুন:
» ৩ বছর পর কেন টেস্ট দলে বিজয়– জানালেন প্রধান নির্বাচক
» সেই ফাহমিদুলকে দলে নিতে এবার পজিটিভ কোচ কাবরেরা!
প্রথমবারের মতো বিদেশি লিগে খেলতে যাচ্ছেন রানা। পিএসএলে তাকে দলে নিয়েছে বাবর আজমের দল পেশোয়ার জালমি। আগামীকাল (শুক্রবার) পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা রয়েছে রানার।
আগামী ২৭ এপ্রিল কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচ রয়েছে পেশোয়ার জালমির। সব ঠিক থাকলে এই ম্যাচ দিয়েই ২০১৭ আসরের চ্যাম্পিয়ন্সদের জার্সিতে পিএসএল অভিষেক হতে পারে রানার।
এদিকে পিএসএলে পুরো সময়ের জন্য এনওসি পেলেও ইনজুরির কারণে কোনো ম্যাচ খেলার আগেই ছিটকে গেছেন লিটন দাস। তবে রিশাদ অভিষেকের পর থেকেই লাহোরের জার্সিতে দুর্দান্ত খেলে যাচ্ছেন। এখন পর্যন্ত ৩ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন এই লেগস্পিনার। আজ রাতেই রানাদের পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবেন রিশাদরা।
ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৫/বিটি
