ক্যারিবিয়ানদের স্যাবাইনা পার্ক যেন বোলারদের স্বর্গ রাজ্য। কিংস্টনে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচে ঝড় তুলেছেন দুদলের বোলাররা। প্রথম ইনিংসে দুইশ রানের কোটা পার করতে পারেনি কোনো দল। ঘরের মাঠে স্বাগতিকরা সব সময় প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করলেও—এবার ভিন্ন মূর্তি দেখলো ক্যারিবিয়ান শিবির। কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের ওপর দিয়ে গতির ঝড় বয়ে গেছে।
বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার ক্যারিয়ার সেরা বোলিংয়ে লন্ডভন্ড হয়ে গেছে ব্রাফেট-জোসেফদের ব্যাটিং লাইন। বাংলাদেশের নতুন এই স্পিড স্টার এক ইনিংসে তুলে নিয়েছেন ৫ উইকেট। আর এতে ১৪৬ রানে গুটিয়ে যায় টিম ওয়েস্ট ইন্ডিজ।
অপরদিকে প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানে অল আউট হওয়া রেড-গ্রিন শিবির নাহিদ রানার দুর্দান্ত স্পেলে ভর করে আশার আলো দেখতে শুরু করে।
এদিকে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর গল্পের নায়ক ক্যারিয়ার সেরা বোলিং করে সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে নাহিদ রানা লিখেন—‘আলহামদুলিল্লাহ। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট।’
এমন কীর্তিতে অসংখ্য সমর্থক তাকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় ভাসিয়েছেন, জানিয়েছেন শুভ কামনা।
আরও পড়ুন :
» এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা (৩ ডিসেম্বর ২৪)
» সুযোগ পেয়েও বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদের
» ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন মুশফিক, ফিরতে পারেন যারা
যেভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে যান নাহিদ রানা
প্রথম টেস্টে দাপুটে জয়ের পর দ্বিতীয় টেস্টের শুরুতে বাংলাদেশের ব্যাটারদের এক প্রকার শাসন করেছিলেন ক্যারিবিয় বোলাররা। প্রথম ইনিংসে বাংলাদেশকে মাত্র ১৬৪ রানে আটকে দিয়ে ব্যাট করতে নামে ক্রিস গেইলের উত্তরসূরিরা। দ্বিতীয় দিনটা তারা শুরু করেছিল ১ উইকেটে ৭০ রান নিয়ে। তবে কে জানতো এর পরই অপেক্ষা করছে নাহিদ ঝড়! স্কোর বোর্ডে আর মাত্র ৭৬ রান যোগ করতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবিয় শিবির। ৫ উইকেট নিয়ে প্রথম ইসিংসে ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা থামিয়ে দেন টাইগারদের এই তরুণ তুর্কি।
টানা দুই ওভারে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক কার্লোস ব্রাফেট ও কাভেম হজকে। একে একে অ্যালিক আথানাচ, জশুয়া ডি সিলভাদের বিদায় করেছেন নাহিদ রানা ঝড়ের পালে আরও হাওয়া দিয়েছেন টাইগার পেসার— তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, স্পিনার তাইজুল ইসলাম ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তবে শেষ প্যারেকটা ঠুকেছেন পেসার রানা। একইসঙ্গে প্রথম ‘ফাইফার’ পূর্ণ করেন কেমার রোচকে এলবিডব্লুর ফাঁদে ফেলে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : প্রথম ইনিংস— ১৬৪/১০, ১৯৩/৫ (তৃতীয় দিন শেষে)
ওয়েস্ট ইন্ডিজ : প্রথম ইনিংস— ১৪৬/১০,
ফলাফল : ২১১ রানের লিড নিয়ে চতুর্থ দিনে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/৩ডিসেম্বর২৪/এসএ