Connect with us
ক্রিকেট

কারো মতো নন, নিজের মতো হতে চান নাহিদ রানা

নাহিদ রানা। ছবি- সংগৃহীত

নাহিদ রানাকে মনে করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল ভবিষ্যতের নাম। পাকিস্তান সিরিজ দিয়ে নিজের সক্ষমতা আরও ভালোভাবে তুলে ধরেছেন এই টাইগার পেসার। বাংলাদেশের অন্যতম গতিময় এই বোলার হতে চান না অন্য কারো মতো; পরিচিতি পেতে চান নিজের নামে। বিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আজ এসব কথা বলেন তিনি।

আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অফিশিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক সাক্ষাৎকার ভিডিওতে কথা বলতে শোনা যায় তরুণ পেসার নাহিদ রানাকে। যেখানে পাকিস্তান সিরিজে তার খেলার কথা ও ভারত সিরিজের জন্য পরিকল্পনার কোথাও জানিয়েছেন এই ফাস্ট বোলার।

তরুণ ক্রিকেটাররা আইডল হিসেবে বিভিন্ন সিনিয়র ক্রিকেটারদের অনুসরণ করেন, তেমনটা দেখা যায় হারহামেশাই। তবে এক্ষেত্রে ব্যতিক্রম নাহিদ রানা। তিনি কাউকে অনুসরণ করেন না, আর হতেও চান না অন্যের মতো। সাক্ষাৎকারে নাহিদ বলেন, ‘আসলে আমি কারো মতো হতে চাই না। আমি নাহিদ রানা, নাহিদ রানাই হতে চাই বাংলাদেশের।’

পাকিস্তান সিরিজে প্রাপ্ত সফলতা নিয়ে তিনি বলেন, ‘এরকম কখনও ফিল্ড হয় নাই যে ১৫২ করতে হবে কিংবা তার বেশি গতিতে বল করতে হবে। একটা কথাই সব সময় মাথায় ছিল যে, আমার টিম আমাকে যে পরিকল্পনা দিয়েছে সেটা অনুযায়ী বল করব অথবা নিজের কোন পরিকল্পনা থাকলে সেই হিসেবে।’

নাহিদের এমন সাফল্যে তার আত্মীয় পরিজন অনেক আনন্দিত সে বিষয়েও জানান তিনি, ‘তারা অনেক হ্যাপি। আমার ফ্রেন্ড সার্কেল বাসার সবাই আত্মীয়-স্বজন সবাই অনেক খুশি তারা বলতেছে যে, অনেক ভালো হইছে সামনে এগিয়ে যাও।’ নাহিদ আরও যোগ করেন, ‘তেমন নির্দিষ্ট কাউকে ফলো করা হয় না, তবে সবার বোলিং ভালো লাগে।’

ভারত সিরিজ নিয়ে নিজের প্রস্তুতির কথা জানিয়ে নাহিদ বলেন, ‘অবশ্যই প্রিপারেশন আছে। আজকে প্র্যাকটিস করলাম আলহামদুলিল্লাহ, প্রিপারেশন ভালো হইছে। আসলে প্রস্তুতি যত ভালো হবে, সেখানে গিয়ে ম্যাচের মধ্যে ততই ভালো করা যাবে। অবশ্যই ভারত ভালো টিম, তবে সেদিন যারা ভালো খেলবে তারাই জিতবে।’

আরও পড়ুন: ধোনির বিকল্প যে তিন ক্রিকেটার চেন্নাইয়ের রাডারে

ক্রিফোস্পোর্টস/১০সেপ্টেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট