২০২৫ বিপিএলে উড়ন্ত শুরু পেয়েছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। আজ (মঙ্গলবার) আসরের চতুর্থ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৩৪ রানে হারিয়েছে দলটি। রংপুরের হয়ে বল হাতে বিপিএলের ক্যারিয়ারসেরা ৪ উইকেট তুলে নিয়েছেন তরুণ গতিতারকা নাহিদ রানা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রানের মাঝারি সংগ্রহ পায় রংপুর রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রানে থামে সিলেটের ইনিংস।
এদিন রানতাড়ায় নেমে প্রথম ওভারের ওপেনার জর্জ মুনশিকে হারায় সিলেট স্ট্রাইকার্স। তবে রনি তালুকদার ও জাকির হাসানের ব্যাটে প্রাথমিক বিপত্তি সামাল দেয় দলটি। তবে ইনিংসের পঞ্চম ওভারে নাহিদ রানার জোড়া আঘাতে বড় বিপদে পড়ে সিলেট। একে একে জাকির হাসান (১৮) ও আইরিশ বিধ্বংসী ব্যাটার পল স্টার্লিংকে (৬) ফেরান এই গতি তারকা।
আরও পড়ুন:
» বাংলাদেশের ক্রিকেট সাফল্যে খুশি হয়ে যা বললেন আফ্রিদি
» ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে এক বাংলাদেশি
দ্রুত দুই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় সিলেট। নতুন ব্যাটার হিসেবে মাঠে আসা জাকের আলী অনিক চাপ সামাল দিতে ব্যর্থ হন। একের পর এক ডট বল খেলে দলকে আরো বিপদে ফেলেন। চতুর্থ উইকেটে রনি তালুকদার ও জাকের মিলে ৫৬ বলে ৪৮ রান যোগ করেন।
ইনিংসের ১৫তম ওভারে বোলিংয়ে এসে পরপর দুই বলে রনি তালুকদার ও অধিনায়ক আরিফুল হকের উইকেট তুলে নেন খুশদিল শাহ। রনি ৩৬ বলে ৪১ এবং আরিফুল ডাক মেরে ফেরেন। পরপর দুই উইকেট হারানোর পর পরের ওভারে নাহিদ রানাকে মেরে খেলার চেষ্টা করেন জাকের। তবে প্রথম বল উড়িয়ে মাঠের বাইরে পাঠালেও দ্বিতীয় বলে নাহিদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান জাকের। প্যাভিলিয়নে ফেরার আগে ৩৩ বলে ২৩ রানের ধীরগতির ইনিংস খেলেন দুর্দান্ত ছন্দে থাকা এই ব্যাটার।
পরবর্তীতে আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। শেষ পর্যন্ত ১২১ রানে থামে সিলেট। রংপুরের পক্ষে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন নাহিদ। এছাড়া মোহাম্মদ সাউফউদ্দিন ও খুশদিল শাহ ২টি করে উইকেট তুলে নেন।
এর আগে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানেই ৩ উইকেট হারায় রংপুর। এরপর ইফতেখারের ৪২ বলে ৪৭ , অধিনায়ক নুরুল হাসান সোহানের ২৪ বলে ৪১ এবং খুশদিল শাহ ২১ এবং শেখ মেহেদির ১৬ রানের ক্যামিও ইনিংসে ভর করে ১৫৫ রানের পুঁজি পায় রংপুর। সিলেটের হয়ে ২টি করে উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব ও আল-আমিন হোসেন।
ফলাফল:
রংপুর রাইডার্স: ১৫৫/৬ (২০ ওভার)
সিলেট স্ট্রাইকার্স: ১২১/৯ (২০ ওভার)
ফলাফল: সিলেট স্ট্রাইকার্স ৩৪ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/৩১ডিসেম্বর২৪/বিটি