Connect with us
ক্রিকেট

বিপিএলে প্রথমবার ম্যাচসেরা হয়ে নাহিদ বললেন ‘আলহামদুলিল্লাহ’

Nahid Rana_MOTM
সিলেটের বিপক্ষে ম্যাচসেরা নাহিদ রানা। ছবি- বিসিবি

বল হাতে ২০২৪ সালটা স্বপ্নের মতো কাটিয়েছেন নাহিদ রানা। মার্চে টেস্ট সিরিজ দিয়ে জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকে বল হাতে দুর্দান্ত সময় পার করছেন এই এক্সপ্রেস পেসার। জাতীয় দলের পর এবারের বিপিএলেও তাকে নিয়ে বেশ প্রত্যাশা ছিল। বল হাতে সেই পূরণ করতে শুরু করেছেন এই তরুণ গতি তারকা। বছরের শেষ ম্যাচটা বল হাতে রাঙিয়েছেন এই পেসার।

এবারের বিপিএলের রংপুর রাইডার্সের হয়ে খেলছেন নাহিদ। দলটির হয়ে প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে উইকেটশূন্য থাকলেও বেশ ইকোনমিক্যাল বোলিং করেন তিনি। ৩ ওভারে মাত্র ১১ রান দেন নাহিদ। তবে দ্বিতীয় ম্যাচে এসেই নিজের জাত চেনালেন এই উদীয়মান তারকা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বিপিএলে নিজের ক্যারিয়ারসেরা স্পেল করেন নাহিদ। ৪ ওভারে ২৭ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন এই পেসার। তার উইকেটের তালিকায় ছিলেন জাকির হাসান, পল স্টার্লিং, জাকের আলী অনিক ও সামিউল্লাহ সিনোয়ারি। দুর্দান্ত এই স্পেলে রংপুরের জয়ে বড় ভূমিকা রাখেন এই পেসার। এতে ম্যাচসেরার পুরস্কারটিও ওঠে তার হাতেই।

আরও পড়ুন:

» নাহিদ রানার ৪, সিলেটকে হারিয়ে টানা দ্বিতীয় জয় রংপুরের

» বাংলাদেশের ক্রিকেট সাফল্যে খুশি হয়ে যা বললেন আফ্রিদি

জাতীয় দল কিংবা বিপিএলে এর আগে কখনো ম্যাচসেরার পুরস্কার পাননি নাহিদ। প্রথমবার ম্যাচসেরা হয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের অনুভূতির কথা জানান এই পেসার।

নাহিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগছে। এর আগে বিপিএল কিংবা জাতীয় দলে কখনো ম্যাচসেরা হইনি। প্রথমবার ম্যাচসেরা হয়ে বেশ ভালো লাগছে।’

এছাড়া নিজের গতির রহস্য জানিয়ে এই পেসার বলেন, ‘আসলে এটা আমার কঠোর পরিশ্রম এবং নিজের ফিটনেস ঠিক রাখার মাধ্যমেই বলে গতিটা আসে। এছাড়া কোনো ফ্রাঞ্চাইজি বা জাতীয় দলের কোচরাও সবসময় সাহায্য করেন। তারা ভুলগুলো ধরিয়ে দেয়, সেখানে উন্নতি করার চেষ্টা করি।’

বিপিএলে এটাই নাহিদ রানার সেরা বোলিং ফিগার। সর্বশেষ দুই আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন তিনি। তবে কোনো ম্যাচে এক উইকেটের বেশি পাননি এই এক্সপ্রেস পেসার।

প্রসঙ্গত, আজ (মঙ্গলবার) বিপিএলের চতুর্থ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৩৪ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে রংপুর। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রান তুলতে সক্ষম হয় সিলেট।

ক্রিফোস্পোর্টস/৩১ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট