Connect with us
ক্রিকেট

দেশে ফিরে ভারত সিরিজের অভিজ্ঞতা জানালেন নাহিদ

Nahid Rana
নাহিদ রানা। ছবি- সংগৃহীত

পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে হোয়াইটওয়াশের পর ভারত সিরিজে বাংলাদেশের কাছে প্রত্যাশা ছিল অনেক বেশি। তবে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি টাইগাররা। দুটো টেস্টেই অসহায়ভাবে আত্মসমর্পণ করেছিল নাজমুল হোসেন শান্তরা।

টেস্ট সিরিজ শেষে আজ (বৃহস্পতিবার) দেশে ফিরেছেন কয়েকজন, যারা টি-টোয়েন্টি সিরিজে নেই। তাদের সঙ্গে ফিরেছেন পেসার নাহিদ রানাও। পরবর্তীতে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই সিরিজের অভিজ্ঞতার কথা জানান এই স্পিডস্টার।

পাকিস্তান সিরিজের পরপরই ভারতে পাড়ি জমায় বাংলাদেশ। দুই দেশে বোলিং করে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা হয়েছে নাহিদের। এই তরুণ বলেন, ‘আমি দুই জায়গাতেই প্রসেসের মধ্যে ছিলাম। দুই জায়গায় বোলিংয়ের ভিন্ন ভিন্ন পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছি। পাকিস্তান ও ভারতের উইকেটে মিল ছিল না। দুই দেশের উইকেট সম্পূর্ণ ভিন্ন।’

আরও পড়ুন:

» জয়ের দিনে অনন্য কীর্তি নাহিদার

» বিশ্বকাপে দুর্দান্ত শুরু, যা বললেন বাংলাদেশের অধিনায়ক 

পর পর দুই দেশে খেলার পর পাকিস্তানের পিচ ও ভারতের পিচের মধ্যে যেমন পার্থক্য খুঁজে পেয়েছেন নাহিদ, ‘প্রথম দুইদিন ভারতের পিচে পেস বোলাররা সুবিধা পাচ্ছিলো। শেষ তিনদিনে স্পিন বান্ধব উইকেট ছিল। আর পাকিস্তানে ছিল স্পোর্টিং উইকেট। সেখানে বোলিং ভালো করলে বোলিং আর ব্যাটিং ভালো করলে ব্যাটিংয়ে সুবিধা পাওয়া যেত।’

নাহিদ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গতিময় পেসার। তবে সবচেয়ে জোরে বল করতে হবে এমন ইচ্ছে নেই তার। নিজেকে পুরোপুরি ফিট রেখেই খেলা চালিয়ে যেতে চান এই উঠতি তারকা, ‘সবচেয়ে জোরে বল করতে হবে এরকম কোনো ইচ্ছে নিয়ে বোলিং করি না। নিজেকে ফিট রেখে দলের পরিকল্পনা অনুযায়ী বোলিং করি। দল যতটুকু চায় তা পূরণ করতে পারলেই আমি খুশি।’

চলতি মাসে ঘরের মাঠে দুটি টেস্টে দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দেবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজে আবারো নাহিদের গতি ও দুর্দান্ত বাউন্সের দেখা মিলবে।

ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট