Connect with us
ক্রিকেট

আইসিসি থেকে ‘বিশেষ ক্যাপ’ পেলেন নাহিদা

Nahida got 'special cap' from ICC
আইসিসি থেকে বর্ষসেরার ক্যাপ পেয়েছেন নাহিদা আক্তার। ছবি- সংগৃহীত

২০২৩ সালে বল হাতে স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী দলের স্পিনার নাহিদা আক্তার। আর তারই স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালের আসিসির বর্ষসেরা নারী ওয়ানডে একাদশে জায়গা করে নেন এই বোলার। বাংলাদেশের প্রথম এবং একমাত্র নারী ক্রিকেটার হিসেবে এই কীর্তিটি তার দখলে।

এমন কীর্তির স্বীকৃতিস্বরূপ এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে বর্ষসেরার ক্যাপ উপহার পেয়েছেন নাহিদা আক্তার।

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশের মেয়েরা। আর সেখানেই আইসিসি থেকে বিশেষ এই ক্যাপটি গ্রহণ করেছেন নাহিদা।

আরও পড়ুন:

» পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

» চার-ছক্কা ছাড়াই ১ বলে ৭ রান নিলেন উসমান খাজা! 

২০২৩ সালে ১১টি ওয়ানডে খেলে ২০ উইকেট শিকার করে নাহিদা। যেখানে তার গড় ছিল ১৯.৪৫ এবং ইকোনমি ছিল ৪.০৮।

২০২৩ সালের এপ্রিল-মে তে শ্রীলঙ্কার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। সেই সিরিজে ২ ম্যাচে ৪ উইকেট শিকার করেন নাহিদা। তারপর জুলাইয়ে ঘরের মাঠে ভারত সিরিজের ৩ ম্যাচে ৬ উইকেট নেন এই স্পিনার।

নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তান সিরিজের ৩ ইনিংসে শিকার করেন ৭ উইকেট এবং ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ওয়ানডেতে ৩টি উইকেট নেন এই তারকা বোলার। সবমিলিয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে সেরাদের সঙ্গে স্থান করে নেন এই বাংলাদেশের ক্রিকেটার।

২০২৩ সালে আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে দল: চামারি আতাপাত্তু (অধিনায়ক), ফিবি লিচফিল্ড, এলিস পেরি, বেথ মুনি, অ্যামেলিয়া কের, ন্যাট-শিভার ব্রান্ট, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক, নাহিদা আক্তার ও লিয়া তাহুহু।

ক্রিফোস্পোর্টস/২৮সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট