অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে চলমান ওয়ানডে সিরিজে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম দুই ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা। তবে দলের এই ব্যর্থতার সময়ে বল হাতে উজ্জ্বল ছিলেন স্পিনার নাহিদা আক্তার। আর তাতেই আইসিসি থেকে সুখবর পেলেন এই তারকা।
মঙ্গলবার (২৬ মার্চ) সাপ্তাহিক হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে নারীদের ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন নাহিদা। যা বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ অবস্থান।
চলমান অস্ট্রেলিয়া সিরিজে প্রথম দুই ওয়ানডেতে ২টি উইকেট শিকার করেছেন নাহিদা। যেখানে দুই ইনিংস মিলিয়ে ১৮ ওভারে তার ইকোনমি মাত্র ২.৫৬।
এছাড়া বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠে এসেছেন স্পিনার সুলতানা খাতুন। অজিদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ৩টি উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার।
বোলাররা এগোলেও ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পিছিয়েছে ওপেনার ফারজানা হক পিংকি। প্রথম দুই ম্যাচে বাজে পারফরম্যান্স করায় ১৩ থেকে ৯ ধাপ পিছিয়ে ২২ নম্বরে নেমে গেছেন এই ডানহাতি।
নারী বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংলিশ বোলার সোফি একলিস্টন। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট। আর অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ।
আরও পড়ুন: চট্টগ্রামে সিলেটের দুঃখ ভুলতে পারবে বাংলাদেশ? দলে আছেন যারা
ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৪/এমটি