Connect with us
ক্রিকেট

জয়ের দিনে অনন্য কীর্তি নাহিদার

নাহিদা আক্তার। ছবি: সংগৃহীত

২০১৪ সাল থেকে বিশ্বকাপে জয়ের দেখা পেয়েছিল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে এবার জয়ের আক্ষেপ ঘুচলো নিগার সুলতানা জ্যোতিদের। স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে বিশ্বকাপের শুভ সূচনা বাঘিনীদের। এমন জয়ের ম্যাচে রেকর্ড গড়লেন স্পিনার নাহিদা আক্তার।

বাংলাদেশ নারী ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসাবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন নাহিদা। এ কীর্তি গড়তে ৮৮ ম্যাচ খেলেছেন এই বাহাতি স্পিনারের। বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিকও তিনি। এ তালিকার দ্বিতীয় স্থানে আছেন সাবেক অধিনায়ক সালমা খাতুন।
৯৫ ম্যাচে ৮৪ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার। ৮৭ ম্যাচে ৭৫ উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে আছেন রুমানা আহমেদ।

আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি পাকিস্তানের নিদা দার। ১৫৬ ম্যাচে ১৪৩ উইকেটের মালিক তিনি।

আরও পড়ুন: বিশ্বকাপে দুর্দান্ত শুরু, যা বললেন বাংলাদেশের অধিনায়ক

আজ (বৃহস্পতিবার) বিশ্বকাপে জয়খরা কাটাতে এবং বিশ্বকাপ মিশন শুরু করতে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল নিগার সুলতানা জ্যোতির দল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। নির্ধারিত ওভারে ৭ উইকেটে হারিয়ে ১২০ রান সংগ্রহ করে বাংলাদেশ। বাংলাদেশের বোলারদের দাপটে ১০৩ রানের বেশি তুলতে পারেনি স্কটিশরা। ফলে ১৬ রানে জয় পায় বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/০৩ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট