Connect with us
ক্রিকেট

দুবাইয়ে না গিয়ে বিপিএলকে বেছে নেয়ার কারণ জানালেন নাজিবুল্লাহ

Najibullah Zadran
নাজিবুল্লাহ জাদরান। ছবি - গুগল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে সিলেট পর্ব শেষে যতগুলো দলকে শিরোপার যোগ্য দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে তার মধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অন্যতম। তবে ৬ ম্যাচে ৪ জয় তুলপ নেয়া বন্দর নগরীর দলটির সবচেয়ে বড় শক্তি হলো তাদের ব্যাটিং লাইন আপ। বিশেষ করে চ্যালেঞ্জার্সদের লোয়ার মিডল অর্ডারে নামা নাজিবুল্লাহ জাদরান চলতি আসরেরই অন্যতম বড় ভরসার প্রতীক।

এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা দশ ব্যাটারের তালিকায় রয়েছেন আফগান হার্ড হিটার নাজিবুল্লাহ জাদরান। দুবাইয়ের আইএল টি-টোয়েন্টি লিগে না খেলে বিপিএলে খেলতে আসায় বিষয়টি অনেককেই অবাক করেছে।

আজ (রবিবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই আফগান ক্রিকেটার বলেন, ‘আমার দুবাইয়ে না গিয়ে বিপিএলে খেলতে আসার কারণ আমি আসন্ন বিশ্বকাপকে লক্ষ্য করেছি। আমরা ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ খেলতে যাবো। সেখানকার উইকেটের সাথে বাংলাদেশের উইকেটের অনেক মিল রয়েছে। এজন্য আরব আমিরাতের চেয়ে বাংলাদেশে আসাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল।’

‘বিপিএলের মত সিপিএলের উইকেটও স্লো, তাই বিশ্বকাপের উইকেট স্লো হবে বলে মনে হয়। বিপিএল আসন্ন বিশ্বকাপকে লক্ষ্য করে নিজেকে প্রস্তুত করে নেয়ার মোক্ষম সুযোগ। কারণ দুই দেশের উইকেটে তেমন একটা পার্থক্য নেই।’

বিপিএলের উইকেট নিয়ে সমালোচনা নতুন কোনো বিষয় না। এবারপও বিপিএলের উইকেট নিয়ে সমালোচনা হয়েছে কিন্তু নাজিবুল্লাহর কণ্ঠে শোনা গেল ভিন্ন সুর, ‘আমার কাছে এখানকার উইকেট এতোটাও খারাপ মনে হয়নি। ২০ ওভারের ক্রিকেটে ১৫০-১৬০ রান যে কোন মাঠের জন্য ভালো সংগ্রহ বলে আমি মনে করি। আশা করি, ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে পারলে এই উইকেটে ভালো করা সম্ভব। আমি এখানে খেলতে খুব উপভোগ করি।’

আরও পড়ুন: অবশেষে জয়ের মুখ দেখলো ইন্টার মায়ামি

ক্রিফোস্পোর্টস/৪ফেব্রুয়ারি২৪/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট