টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের নিয়মিত উইকেটরক্ষক ছিলেন জেমি স্মিথ। তিনি ছুটিতে থাকায় তার পরিবর্তে দলে নতুন উইকেটরক্ষক হিসেবে ডাকা হয়েছিল জর্ডান কক্সকে। তবে আঙ্গুলের চোটে কক্স নিজেও ছিটকে গেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকে। তাই নতুন উইকেটরক্ষক হিসেবে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন অলি রবিনসন।
অলি রবিনসন! এই নামটি শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। কেননা ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ২০ টেস্ট খেলে ফেলেছেন তিনি। তার ওপর অলি রবিনসন আবার পেস বোলার। টেস্ট ক্রিকেটে তার নামের পাশে রয়েছে ৭৬ উইকেট। তবে একজন উইকেটরক্ষকের পরিবর্তে কেন নেয়া হলো একজন পেসার? উত্তর জানলে তাজ্জব হবেন অনেকেই।
কেননা উইকেটরক্ষক হিসেবে দলে ডাক পাওয়া অলি রবিনসন, আর ইংলিশ পেসার অলি রবিনসন দুইজন এক নন। তাদের দুজনের নাম এক। অবশ্য ক্রিকেটে একই ধরনের নাম অনেকেরই থাকতে পারে। তবে অবাক করা বিষয় নামের পাশাপাশি দুজনের জন্ম তারিখ এবং জন্মস্থানও একই রকম। এমন ঘটনা হয়তো ক্রিকেটে বিরল।
উভয় ইংলিশ ক্রিকেটারেরই জন্মস্থান ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চল ‘কেন্টে’। পাশাপাশি তাদের দুজনেরই জন্মতারিখ ১ ডিসেম্বর। অবশ্য দুজনের বয়সে ব্যবধান রয়েছে বছরের হিসেবে। কিপার রবিনসনের বয়স ২৬ বছর এবং পেসার রবিনসনের বয়স ৩১ বছর। তবে একই দল, একই নাম, একই জন্মস্থান ও একই জন্মতারিখ দুই ক্রিকেটারের মিলে যাওয়া অবাক করা বটে।
আরও পড়ুন:
» চ্যাম্পিয়ন্স লিগে ধাক্কা খেল রিয়াল, ১৫ বছর পর লিভারপুলের কাছে হার
» সুপার ওভারের নাটকীয়তায় হার দিয়ে শুরু রংপুর রাইডার্সের
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পেলেও এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি এই কিপার ব্যাটার। তাই প্রথম টেস্টে ওলি পোপকে দিয়ে করানো হচ্ছে উইকেট কিপিং। তবে দ্বিতীয় টেস্টে অভিষেক হয়ে যেতে পারে অলি রবিনসনের। আগামী ৬ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড।
প্রসঙ্গত, প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন পর্যন্ত ৭৮ ম্যাচ খেলেছেন এই উইকেট রক্ষক ব্যাটার অলি রবিনসন যেখানে তার নামের পাশে রয়েছে ৩৭.২৬ গড়ে ৪ হাজার ১৭৪ রান। ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৫৩ গড় প্রায় ২ হাজার রান রয়েছে তার। পাশাপাশি উইকেট কিপিং করে আছে ৯২ ডিসমিসাল।
ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৪/এফএএস