Connect with us
ক্রিকেট

তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল নামিবিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল নামিবিয়া
তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল নামিবিয়া। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল নামিবিয়া:

টি-টোয়েন্টি ক্রিকেটে খুব দারুন সময় পার করছে নামিবিয়া। সবশেষ ৭ টি ম্যাচে অপরাজিত তারা। দুর্দান্ত এই ফর্মের ধারাবাহিকতায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা করে নিয়েছে ইরাসমাস-উইজিরা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে তানজানিয়ার মুখোমুখি হয় নামিবিয়া। তানজানিয়াকে ৫৮ রানে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নামিবিয়া। বাছাইপর্বে এ নিয়ে পাঁচ ম্যাচের পাঁচটিতেই অপরাজিত নামিবিয়া।

শুরুতে টস হেরে ব্যাটিংয়ে যায় নামিবিয়া। জেজে স্মিটের ৪০, ভ্যান লিগেনের ৩০ এবং নিকোলাস ড্যাভিন ও ইরাসমাসের মাঝারি ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে নামিবিয়া।

১৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় শতরানেও পৌঁছাতে পারেনি তানজানিয়া। নির্ধারিত ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে মাত্র ৯৯ রানেই থেমে যায় তাদের ইনিংস। তানজানিয়ার হয়ে একাই লড়ে গেছেন ৪৫ বলে সর্বোচ্চ ৪১ রান করা অমল রাজিভান।

তানজানিয়ার হয়ে দু’টি করে উইকেট নেন ইয়েলিন্দে কেনিয়া এবং আখিল অনিল। আর নামিবিয়ার হয়ে অধিনায়ক জেরহার্দ ইরাসমাস ২ টি এবং উইজি ও বার্নার্ড ১ টি করে উইকেট নেন। এই জয়ের মাধমে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল নামিবিয়া।

আরও পড়ুন: পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে চ্যাম্পিয়ন্স ট্রফি!

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট