ঘরের মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচে জিম্বাবুয়েকে ৮ রানে হারিয়ে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল নামিবিয়া। লো স্কোরিং ম্যাচে আইসিসির সহযোগী দেশ নামিবিয়ার কাছে টেস্ট খেলুড়ে জিম্বাবুয়ের এমন আত্মসমর্পণ অবাক করার মতই।
গতকাল ঘরের মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে মোটেই ভালো করতে পারেনি নামিবিয়া। মাত্র ১৮ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ১০১ রানের সংগ্রহ পায় স্বাগতিকেরা। তাদের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ২৯ রান করেন মিডল অর্ডার ব্যাটার জেজে স্মিট। জিম্বাবুয়ের হয়ে সিকান্দার রাজা সর্বোচ্চ ৪ উইকেট নেন, চাতারা নেন ৩ উইকেট।
স্বল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ বল বাকি থাকতেই মাত্র ৯৩ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ১৬ বলে ২৪ রান করে লুক জঙ্গয়ে। এছাড়া ওপেনার নিক ওয়েলচ ৩০ বলে ২৩ রান করে আউট হন। রায়ার্ন বার্লের ব্যাট থেকে আসে ১৯ এবং ক্লিভ মাদান্দের ব্যাট থেকে ১৬ রান আসে।
নামিবিয়ার হয়ে বেরনার্ড এবং স্মিট সমান ৩টি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর:
নামিবিয়া: ১০১/১০ (১৮.৪)
জিম্বাবুয়ে: ৯৩/১০ (১৯.২)
ফলাফল: নামিবিয়া ৮ রানে জয়ী।
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে উড়ছে আফগানিস্তান
ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৩/এমএস/এসএ