Connect with us
ক্রিকেট

শান্তর নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট, প্রত্যাশা নান্নুর

Najmul Hossain Shanto-Minhajul Abedin Nannu
মিনহাজুল আবেদীন নান্নু ও নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের তিন ফরমম্যাটে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে শুধু মূল অধিনায়কের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেছেন শান্ত। এবার দীর্ঘমেয়াদে লাল-সবুজের দলকে নেতৃত্ব দেবেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব পাওয়া শান্তর যাত্রাটা সহজ ছিল না। দেশের জার্সিতে শান্তর শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। একসময় দলে সুযোগ পেলেই সমালোচনার শিকার হতেন শান্ত।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেই নির্বাচকদের নজর কেড়েছিলেন শান্ত। তবে জাতীয় দলের আশানুরূপ পারফরম্যান্স করতে পারছিলেন না এই বাঁহাতি ব্যাটসম্যান। তবুও একের পর এক সিরিজে সুযোগ পেয়ে যাচ্ছিলেন। কেননা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু তার ওপর ভরসা রেখেছিলেন।

নান্নুর ভরসার প্রতিদানও দিয়েছেন শান্ত। ব্যাট হাতে নিয়মিত পারফরম্যান্স করে টপ অর্ডারে ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন শান্ত। এবার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ দলেরও।

শান্তর নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন নান্নু। বিপিএল চলাকালে গতকাল (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রামে সংবাদমাধ্যমে নান্নু বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে সবার সমর্থন দরকার। সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। শান্ত দায়িত্বে আছে, আশা করছি নিজের দায়িত্ব পুরোপুরি পালন করবে এবং বাংলাদেশের ক্রিকেটকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে।’

সম্প্রতি অধিনায়কের পাশাপাশি বাংলাদেশের নির্বাচক প্যানেলেও পরিবর্তন এসেছে। নান্নুর জায়গায় প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। নান্নুদের প্যানেলের মেয়াদ শেষ হবে চলতি মাসেই। আগামী মার্চ থেকে দায়িত্ব পালন করবে নতুন নির্বাচক প্যানেল।

আরও পড়ুন: সাকিব-শান্তদের ব্যাটিং ও বোলিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে যারা 

ক্রিফোস্পোর্টস/২১ফেব্রুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট