Connect with us
ক্রিকেট

নান্নু আউট লিপু ইন, সব ফরম্যাটের অধিনায়ক শান্ত

Shanto-lipu
(বাম থেকে) নাজমুল হোসেন শান্ত ও গাজী আশরাফ হোসেন। ছবি- সংগৃহীত

সাকিব আল হাসানের অধিনাকত্ব অধ্যায়ে ইতি টেনে নাজমুল হোসেন শান্তকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে । আর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর পরিবর্তে তার দায়িত্ব পেয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। এছাড়া বয়সভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকারকে জাতীয় দলের নির্বাচক প্যানেলে যুক্ত করা হয়েছে। 

আজ (সোমবার) বিসিবির পরিচালনা বোর্ডের নবম সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দিয়েছে বিসিবি।

দীর্ঘদিন ধরে জাতীয় দলের নির্বাচক প্যানেলে ছিলেন মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক। গত বছরের ডিসেম্বরে এই প্যানেলের সঙ্গে বিসিবির চুক্তি শেষ হয়। এরপর তাদের সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি বিসিবি। তাই বাদ পড়েছেন নান্নু এবং সুমন। তবে আব্দুর রাজ্জাককে নতুন প্যানেলেও রাখা হয়েছে।

নান্নুর স্থলাভিষিক্ত হওয়া গাজী আশরাফ এর আগে বিসিবির পরিচালক, বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে সাকিবের তিন ফরম্যাটে অধিনায়কত্বের অধ্যায়ে ইতি টেনেছে বিসিবি। ভারত বিশ্বকাপে অংশগ্রহণের আগে সাকিব জানিয়েছিলেন, বিশ্বকাপের পর আর নেতৃত্বে থাকবেন না তিনি। নেতৃত্বে তার আগ্রহ না থাকায় অনেকদিন ধরেই নেতৃত্বভার তুলে দেওয়ার জন্য নতুন কাউকে খুজছিলো বিসিবি। অবশেষে শান্তকে সাকিব আল হাসানের স্থলাভিষিক্ত করা হয়েছে। তবে আপাতত সহ-অধিনায়কের দায়িত্বে কাউকে রাখা হয়নি।

বাংলাদেশের হয়ে এ পর্যন্ত তিনটি সংস্করণেই নেতৃত্ব দিয়েছেন শান্ত। এর মধ্যে টেস্টে তার নেতৃত্বে ২ ম্যাচ খেলে একটিতে জয় এবং অন্যটিতে হেরেছে বাংলাদেশ। ওয়ানডেতে ৬ ম্যাচে ১ জয়ের বিপরীতে ৫ হার। এছাড়া টি-টোয়েন্টিতে ৩ ম্যাচে ১ জয় ও ১ হার এবং বাকী একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

আরও পড়ুন: বিপিএলে চট্টগ্রাম পর্বের পূর্ণাঙ্গ সময়সূচি 

ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট