সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী ফলাফল বয়ে আনতে পারেনি বাংলাদেশ। গ্রুপ পর্বে তিন জয় নিয়ে সুপার এইটে উঠলেও, সেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে টিম টাইগার্স। সুপার এইটের সবকটি ম্যাচেই হেরেছে তারা। এর ফলে আরো একটি বিশ্বকাপে একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরতে হয়েছে টাইগারদের।
ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে কোনো দলকেই ছোট করে দেখার সুযোগ নেই। যা এবারের বিশ্বকাপে প্রমাণ করেছে আফগানিস্তান। ভারত-অস্ট্রেলিয়ার গ্রুপে থেকেও শক্তিশালী অস্ট্রেলিয়াকে বিদায় করে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলেছে তারা। আর এই সাফল্যের পেছনে ছিল তাদের বড় কিছু অর্জনের মানসিকতা। তবে বাংলাদেশের ক্রিকেটারদের বড় সাফল্য অর্জনের মানসিকতায় ঘাটতি দেখা গেছে। যার ফলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেমিফাইনাল খেলার সুযোগ পেয়েও হাতছাড়া করেছে শান্ত বাহিনী।
দুর্বল মানসিকতার কারণেই এখনো টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তবে এ সমস্যা থেকে উতরে আগামী বিশ্বকাপে কীভাবে আরো ভালো করতে পারবে টাইগাররা সে উপায় জানিয়েছেন জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
আরও পড়ুন:
» ‘দেশি কোচরা কাজ করলে খেলোয়াড়দের জন্য সুবিধা হবে’
» ইউরোর দলগুলোকে আমেরিকান কাপে আমন্ত্রণ জানালেন স্কালোনি
আজ (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বর্তমানে বিসিবির চিফ কো অর্ডিনেটর অব প্রোগ্রাম হিসেবে দায়িত্বে থাকা নান্নু। এ সময় বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা উল্লেখ করে তিনি বলেন, ‘ আমরা টি-টোয়েন্টি ফরম্যাটে এমনিতে অনেক পিছিয়ে আছি। যদি আমাদের ঘরোয়া ক্রিকেট দেখেন, খেলোয়াড়রা অনেক কম সংখ্যক ম্যাচ খেলে। আবার বিপিএলের মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বিদেশি খেলোয়াড়রাই প্রাধান্য পায়। সেই জায়গায় আমাদের খেলোয়াড়দের কিন্তু সুযোগ কম থাকে। এখন চিন্তা করা হচ্ছে যে দেশি খেলোয়াড়দের জন্য টি-টোয়েন্টি টুর্নামেন্ট ও ম্যাচের সংখ্যা কীভাবে বাড়ানো যায়। একটা প্লাটফর্মে আরও কিছু টি-টোয়েন্টি খেলোয়াড় যেন খেলতে পারে।’
এ পরিস্থিতি থেকে উন্নতি করে ভালো অবস্থানে যাওয়ার উপায় জানিয়ে নান্নু বলেন, এমন কিছু খেলোয়াড় বেছে নিতে হবে, যাদেরকে নার্সিং করে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে তৈরি করতে হবে। পাশাপাশি তাদেরকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটেরও অভিজ্ঞতা দিতে হবে। সব কিছু বিবেচনা করে একটা ফরম্যাটে ভালো দল তৈরি করে বিশ্বকাপের চিন্তাটা করা উচিত। দল এখন যে অবস্থায় আছে, এমন অবস্থায় চাইলেই বিশ্বকাপ জয় করাটা সম্ভব নয়। একটা নির্দিষ্ট সময় নিয়ে দলটাকে তৈরি করতে পারলে আগামী বিশ্বকাপে ভালো করা সম্ভব।’
ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৪/বিটি