গত কয়েকদিন ধরেই বেশ আলোচনায় রয়েছে বাংলাদেশ ক্রিকেটে। সাকিব আল হাসানের দেশে ফেরা ইস্যুতে দেশের ক্রিকেটের পরিবেশ বেশ গরম ছিল। এবার নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ইস্যুতে আবারও আলোচনায় বাংলাদেশের ক্রিকেট।
চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজের পর তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন নাজমুল হোসেন শান্ত। তবে অনেকেই এটার বিপক্ষে মতামত পোষণ করেছেন। কেউ কেউ শান্তকে আরো সময় দেওয়ার পক্ষে মত দিয়েছেন। আবার কেউ কেউ শান্তর চাপ কমিয়ে যেকোনো একটি ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরানোর পক্ষে।
তবে শান্তর বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তার সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আরও পড়ুন:
» পুরনো কোচ অস্কারের ইস্টবেঙ্গলের বিপক্ষে মাঠে নামছে বসুন্ধরা
» এবার দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে খেলা অনিশ্চিত সাকিবের
এবার এ নিয়ে কথা বলেছেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। যদি শেষ পর্যন্ত অধিনায়কত্বে কোনো পরিবর্তন আসে, সেক্ষেত্রে লাল ও সাদা বলের ক্রিকেটে ভিন্ন ভিন্ন অধিনায়ক চান তিনি।
নান্নু বলেন, ‘বাংলাদেশের ম্যাচ এখন অনেক বেশি। তিনটা ফরম্যাটেই বাংলাদেশ প্রচুর ম্যাচ খেলছে। তাই সাদা বল ও লাল বলের নেতৃত্বে দুইজনকে রাখা যেতে পারে। এটা বোর্ডের সিদ্ধান্ত। আমরা বাইরে থেকে বললে হবে না।’
বাংলাদেশের ম্যাচ এখন অনেক বেশি থাকায় তিন ফরম্যাটেই একজনের পক্ষে দায়িত্ব সামলানো বেশ কঠিন। ফলে শান্তর জন্য অনেক বেশি চাপ হয়ে যায়। শান্তর চাপ কমাতে তার দায়িত্ব কিছুটা কমিয়ে দেওয়ার প্রস্তাবও দিয়েছেন কেউ কেউ। সেক্ষেত্রে যেকোনো একটি ফরম্যাটে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে শান্তর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত জানাবে বিসিবি।
ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৪/বিটি