গত বছরের শুরুতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন চন্ডিকা হাথুরুসিংহে। দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিয়েই ঘরের মাঠে বেশ কয়েকটি সাফল্য এনে দেন এই শ্রীলঙ্কান কোচ। তবে তার অধীনে কোনো বড় টুর্নামেন্টে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ।
২০২৩ এশিয়া কাপে ব্যর্থতার পর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও চরমভাবে ব্যর্থ হয় টাইগাররা। যার ফলে বেশ কয়েকদিন ধরেই তাকে প্রধান কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করার দাবি জানাচ্ছে দেশের ক্রিকেটপ্রেমীরা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন এ নিয়ে তেমন চিন্তিত ছিলেন না। তাকে দায়িত্বে রাখার পক্ষেই ছিলেন তিনি।
তবু বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ আগেই জানিয়েছিলেন, হাথুরুকে প্রধান কোচের দায়িত্বে দেখতে চান না তিনি। পাকিস্তান সিরিজের পরই তাকে বরখাস্ত করার সম্ভাবনা রয়েছে। তবে এখনই তাকে বরখাস্ত করার পক্ষে নন বিসিবির চিফ কো-অর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদীন নান্নু। সম্প্রতি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচক।
আরও পড়ুন:
» শরীরের ওজন সামলাতে না পেরে ‘হিট আউট’ পাকিস্তানের ক্রিকেটার
» রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নিজের নাম লিখলেন মিরাজ
নান্নু মনে করেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে দল গোছানোর জন্য পর্যাপ্ত সময় পাননি হাথুরু। যার ফলে আইসিসির এই মেগা টুর্নামেন্টে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। আগামী বছরই মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। তাই আরেকটি মেগা টুর্নামেন্টের কাছাকাছি সময়ে এসে কোচ পরিবর্তনে গতবারের মতোই ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই এমনটা চান না নান্নু।
তিনি বলেন, ‘গত ওয়ানডে বিশ্বকাপের সময় কোচ পরিবর্তন করা হয়েছিল। বিশ্বকাপের আগে ওই স্বল্প সময়ে পরিকল্পনা করাটা কঠিন ছিল। একটা বিশ্বকাপের জন্য দল গোছাতে কমপক্ষে এক থেকে দেড় বছর সময় লাগে। গতবার ওই সময়টায় কোচ পরিবর্তন করায় দল গোছানো কঠিন হয়ে পড়েছিল। তবে এটা বোর্ডের সিদ্ধান্ত। বোর্ডের ডিরেক্টররা সভাপতির সঙ্গে মিলে যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে।’
ক্রিফোস্পোর্টস/৩১আগস্ট২৪/বিটি