Connect with us
ক্রিকেট

হাথুরুসিংহের সেই আলোচিত কাণ্ড নিয়ে মুখ খুললেন নাসুম

Nasum ahmed
নাসুম আহমেদ। ছবি- সংগৃহীত

গেল ভারত বিশ্বকাপের পর দেশের এক গণমাধ্যমের প্রতিবেদনে হইচই পড়ে গিয়েছিল ক্রিকেট পাড়ায়। যেখানে উঠে এসেছিল দলের প্রধান কোচ হাথুরুসিংহের দ্বারা এক টাইগার ক্রিকেটারকে শারীরিকভাবে হেনস্থার ঘটনা। এবার সেই ভুক্তভোগী ক্রিকেটার নাসুম আহমেদ সেই বিষয়ে কথা বলেছেন ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে।

এদিকে সম্প্রতি মাসুমকে চড় মারার ঘটনা ও অন্যান্য বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সেই লঙ্কান কোচকে বহিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড– বিসিবি। গত বছরের সেই চরকাণ্ডে এর আগে এখন পর্যন্ত একটা শব্দ বলেননি নাসুম আহমেদ। তবে এখন মুখ খুললেও সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চান না এই টাইগার স্পিনার।

তিনি বলেন, ‘আমি এই বিষয়ে (শারীরিক হেনস্থা) কিছু বলতে চাই না। গত এক বছরে এই বিষয়ে আমি কারো সঙ্গে কোন রকম কথা বলিনি। সবকিছুই আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম আমি। আর এখন আল্লাহই আমাকে ফেরত দিচ্ছেন। এক বছর পর পুনরায় সেখানে ফিরে এসেছি যেখানে ছিলাম।’

সেই হাথুরুসিংহে প্রধান কোচের পদ থেকে ছাঁটাই হওয়ার পরেই দলে ফিরেছেন নাসুম। প্রায় দীর্ঘ এক বছর পর ওয়ানডে দলে ফিরে দারুণ পারফর্ম করেছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই অলরাউন্ডার। ব্যাটিংয়ে ২৫ রানের পাশাপাশি বল হাতে ২৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি।

আরও পড়ুন:

» আইপিএলে খেলা নিয়ে যা বললেন রিশাদ

» বিদ্যুতের অভাবে উপহারের ফ্রিজ নিতে পারছেন না সাফজয়ী ফুটবলার

অতীত ভুলে ফিরে এসে যে পারফরম্যান্স দেখিয়েছেন নাসুম তা ধরে রাখতে চান তিনি। ক্রিকবাজকে বলেন, ‘এখন এই পারফরমেন্স ধরে রাখতে হবে, যার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করব। আগে কি ঘটেছে আপনি জানেন, সারাদেশ জানে এবং আমি এখন পর্যন্ত এই নিয়ে কোন কথা বলিনি আর বলতেও চাই না।’

এই ঘটনার পর মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়েছিলেন বলেও জানান তিনি, ‘দেখুন, আমি সেই সব বিষয় নিয়ে চিন্তা করি যা ঘটেছে (বিশ্বকাপের পরের আলোচনা), এটি একটা বড় সমস্যা হতে পারে। এটা ঠিক যে আমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছি কিন্তু তারপরও আমি প্রিমিয়ার লিগে খেলেছি। সেখান থেকে নিজের ছন্দে ফিরেছি এবং অন্যান্য টুর্নামেন্টেও ভালো করেছি।’

প্রিমিয়ার লিগে প্রথম চার ম্যাচে কোনো উইকেট পাননি নাসুম। কিন্তু পরের ১২ ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে ২৪ উইকেট নিয়েছেন তিনি। যার মধ্যে একটি ৫ উইকেটও ছিল। এরপর ঘরোয়া বিভিন্ন টুর্নামেন্টে পারফর্ম করে আবারও ফিরেছেন জাতীয় দলে।

ক্রিফোস্পোর্টস/১৭নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট