
চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন মৌসুম শুরু হতে বাকি আর মাত্র এক সপ্তাহ। নিজেদের শেষ সময় প্রস্তুতি সেরে নিচ্ছে টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো। যেখানে পিছিয়ে নেই বাংলাদেশও। দিনরাত চলছে রুদ্ধদ্বার অনুশীলন। এবার বৈশ্বিক এই টুর্নামেন্টের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক ফটোসেশন করলেন জাতীয় দলের ক্রিকেটাররা।
আজ বুধবারই দেশের মাটিতে আনুষ্ঠানিকভাবে শেষ দিনের মতো অনুশীলন করবে চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা ক্রিকেটাররা। তার আগে মিরপুরে পুরো দল কোচিং স্টাফসহ সেরেছে ফটোসেশন। এসময় বিসিবির সভাপতি ফারুক আহমেদকে সঙ্গে নিয়েও ছবি তোলার পর্ব পার করেছে ক্রিকেটাররা।

বিসিবি সভাপতির সঙ্গে ক্রিকেটারদের ছবি সেশন।
আরও পড়ুন:
» বাংলাদেশকে কাঁদানো সেই আফগান ছিটকে গেলেন দল থেকে
» চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তদের সম্ভাবনার কথা জানালেন পন্টিং
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্থানে অনুষ্ঠিত হলেও ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলা হবে দুবাইয়ে। আর তাই আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দেশ ছাড়বেন টাইগার ক্রিকেটাররা। সেখান থেকে বাংলাদেশ দল সরাসরি যাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ১৭ তারিখ সেখানে একটি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

কোচিং স্টাফদের সঙ্গে বাংলাদেশ দলের ছবি সেশন।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের মাটিতে শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। টুর্নামেন্ট উদ্বোধনের পরের দিন দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে টাইগার ক্রিকেটাররা। তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৫/এফএএস
