উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বে জমজমাট লড়াই শেষে এবার মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনালের খেলা। শুক্রবার (২২ নভেম্বর)সুইজারল্যান্ডে নিয়নে উয়েফার হেডকোয়ার্টারে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে।
গ্রুপ পর্বের জমজমাট লড়াই শেষে লিগ ‘এ’-র গ্রুপ ওয়ান থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আট দল। দলগুলো হলো- পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, নেদারল্যান্ডস ও ডেনমার্ক।
টুর্নামেন্টের ড্র শেষে কোয়ার্টার ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ ডেনমার্ক, ফ্রান্সের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, জার্মানির প্রতিপক্ষ ইতালি এবং স্পেনের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
কোয়ার্টার ফাইনালে খেলা হবে দুই লেগে। আগামী বছরের ২০ মার্চ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর ২৩ মার্চ দ্বিতীয় লেগে ম্যাচে মুখোমুখি হবে দলগুলো। দুই লেগ শেষে জয়ী দল সেমিফাইনালে পা রাখবে। এরপর জুনে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
» অ্যান্টিগা টেস্ট : লাঞ্চের আগে বাংলাদেশের প্রাপ্তি ২ উইকেট
» ইন্টার মায়ামির কোচ হচ্ছেন মেসির সাবেক সতীর্থ
উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল
ডেনমার্ক-পর্তুগাল
ক্রোয়েশিয়া-ফ্রান্স
ইতালি-জার্মানি
নেদারল্যান্ডস-স্পেন
উয়েফা নেশন্স লিগের প্রথম আসর বসেছিল ২০১৮ সালে। ২০১৮-১৯ এর সে আসরে ফাইনালে উঠেছিল পর্তুগাল ও নেদারল্যান্ডস। ঘরের মাঠে ডাচদের ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল রোনালদোরা। এরপর ২০২০-২১ আসরে স্পেনকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ফ্রান্স।
সর্বশেষ ২০২২-২৩ আসরে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছিল স্পেন। ফাইনালে ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে হারিয়ে প্রথম শিরোপা জিতে নেয় লা রোহারা।
ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৪/বিটি