Connect with us
ক্রিকেট

বিসিবির দুই বড় দায়িত্ব পেলেন নাজমুল আবেদীন ফাহিম

Nazmul Abedin Fahim gets big responsibility at BCB
নাজমুল আবেদীন ফাহিম। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বড় দায়িত্ব পেলেন বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। একইসঙ্গে বিসিবির নারী উইংয়ের দায়িত্বও তার কাঁধে তুলে দেয়া হয়েছে।

আজ শনিবার (২৫ জানুয়ারি) এক বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া ইফতেখার রহমান মিঠু।

এছাড়া আরো বেশ কয়েকটি পদে রদবদল এসেছে। বিসিবির ফিন্যান্স, গেম ডেভলপমেন্ট ও লজিস্টিক এন্ড প্রটোকল বিভাগের দায়িত্বে ফাহিম সিনহা, টুর্নামেন্ট এবং ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বে আকরাম খান, ডিসিপ্লিনারি ও বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির দায়িত্বে সাইফুল আলম স্বপন চৌধুরি, গ্রাউন্ডস ও টেন্ডার কমিটির দায়িত্বে মাহবুব আনাম, মেডিকেল কমিটির দায়িত্বে মঞ্জুরুল আলম।

আরও পড়ুন:

» দুইবারের চ্যাম্পিয়নকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি কিস

» বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করল আইসিসি, তালিকায় আছেন যারা

বিসিবির মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির নিজের কাছেই রেখে দিয়েছেন বিসিবি বস ফারুক আহমেদ। এছাড়া আগে থেকেই আম্পায়ার্স কমিটির দায়িত্বে থাকা ইফতেখার রহমান মিঠু এবার মিডিয়া কমিটির দায়িত্বও পেয়েছেন।

বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবির বেশ কয়েকজন পরিচালক পদত্যাগ করেন। এই তালিকায় ছিলেন জালাল ইউনুস, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজনের মতো বেশ কয়েকটি বড় নাম। আর আজকের সভায় এই শূন্য পদগুলো পূরণ করা হয়েছে।

এদিকে গত কয়েকদিন ধরেই বিভিন্ন ঝামেলা চলছে বাংলাদেশের ক্রিকেটে। বিপিএলে ফ্রাঞ্চাইজি মালিকদের পেমেন্ট নিয়ে ঝামেলা, ঢাকার ক্লাবগুলোর অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বয়কটের ঘোষণা― এই ইস্যুগুলো সমাধানের লক্ষ্যেও আলোচনা হয়েছে আজকের বোর্ড সভায়।

এই বিষয়গুলো দ্রুত সমাধানের চেষ্টা করছে বিসিবি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সবগুলো দলের মালিকের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট