Connect with us
ক্রিকেট

ঘরের মাঠে সাকিবের বিদায় দেখতে চান নাজমুল আবেদীন ফাহিম

Nazmul Abedin Fahim talk about Shakib
সাকিব ও নাজমুল আবেদীন ফাহিম। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট নিয়ে যেখানে সবথেকে বেশি কথা হওয়ার কথা ছিল সেখানে আলোচনাকে নিজের দিকে টেনে নিয়েছেন সাকিব আল হাসান। সবাইকে অনেকটা অবাক করে দিয়েই আচমকা অবসরের বিষয়ে জানিয়েছেন এই তারকা ক্রিকেটার।

এরই মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন সাকিব। আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেট অধ্যায় সমাপ্ত করতে চান এই অলরাউন্ডার। তবে নিরাপত্তার কারণে অনেকেই মনে করছেন দেশের মাটিতে খেলা সম্ভব হবে না তার।

আর যদি শেষ পর্যন্ত তেমনটাই ঘটে, তবে ভারতের বিপক্ষে কানপুর টেস্ট হয়ে থাকবে সাকিব আল হাসানের শেষ টেস্ট ম্যাচ। তবে এমনটা যাতে না হয় তাই চান বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তিনি মনে করেন ঘরের মাঠ থেকে সাকিব বিদায় নিতে পারলে ভালো হবে।

ফাহিম বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটে তার অবদান আমরা সবাই জানি। হয়তো অনেকে সামনাসামনি স্বীকার করি না। সবার মনে সে কোনো না কোনোভাবে থেকে যাবে। কারও কাছে ইতিবাচকভাবে, আবার কারও কাছে নেতিবাচকভাবে। ঘরের মাঠে শেষ টেস্ট খেললে, সবার ভালোবাসা নিয়ে অবসর নিলে ভালো হতো।’

আরও পড়ুন: মিরপুরে পাবেন সুযোগ, নাকি কানপুরেই সাকিবের শেষ?

বেশ কিছুদিন যাবত ব্যাটে বড় রান পাচ্ছেন না সাকিব। তবে বল হাতে পুরনো ঝলক অনেকটা দেখাচ্ছেন প্রায়ই। যদিও ভারতের পক্ষে প্রথম ম্যাচে তেমন কোন দাগ কাটার মত বোলিং করতে পারেননি। তবে ব্যাটিংয়ে রানের দেখা পেয়েছেন সাকিব, যদিও খুব বড় ছিল না সেই ইনিংস।

ফাহিম মনে করেন সাকিব এখনও খেলা চালিয়ে যাওয়ার মতো ফর্মে আছেন, ‘দুটো টেস্টে (পাকিস্তানসহ) তার যে ব্যাটিং দেখেছি, সাম্প্রতিক সময়ে এমন দেখিনি। খুব গোছানো ব্যাটিং। যে পরিস্থিতিতে ব্যাট করেছে, সেটা আশাবাদী করে। সামনে হয়ত  তাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে দেখব। আমার ধারণা সেখানে সে ভালো করবে।’

আরও পড়ুন: সাকিবকে বিদায়ী সংবর্ধনা দেবে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন

ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট