দীর্ঘদিন পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেই চেনা ছন্দে মাহমুদউল্লাহ রিয়াদ। চলতি সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হারলেও সেদিন ব্যাট হাতে ৫৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। ৫৫০ দিন পর একাদশে সুযোগ পেয়েও নিজের জাত চেনাতে ভুল করেননি এই ৩৮ বছর বয়সী তারকা।
এবার মাহমুদউল্লাহর ব্যাটিং নিয়ে প্রশংসা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে সবসময় আস্থা রেখেছিলেন পাপন। তার ব্যাটিং নিয়ে কখনোই সন্দেহ ছিল না বিসিবি বসের।
গতকাল (৭ মার্চ) সাভারে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মাহমুদউল্লাহকে নিয়ে পাপন বলেন, রিয়াদের ব্যাটিং নিয়ে আমার কখনোই সন্দেহ ছিল না। রিয়াদের যে কার্যকারিতা, সেটা ছোট করে দেখার কোনো সুযোগ নেই।
এছাড়া সাকিব, তামিম, রিয়াদদের এখনও কোনো বিকল্প খেলোয়াড় তৈরি হয়নি বলে মনে করেন পাপন, এ পর্যন্ত তামিম, সাকিব, মুশফিক ও রিয়াদের কোনো বিকল্প দেখিনি। যদি আমাকে জিজ্ঞেস করেন, এখন পর্যন্ত কেউ তামিম হয়ে উঠেনি। হয়তো ভালো খেলে। এখন পর্যন্ত কেউ সাকিব হওয়ার তো প্রশ্নই ওঠে না। মুশফিক, রিয়াদ বা ওদের মতো হয়ে গেছে এমন বলার মতো কোনো খেলোয়াড়ও নেই।’
টেস্ট ক্রিকেটকে ২০২১ সালেই বিদায় জানিয়েছেন মাহমুদউল্লাহ। ২০২২ সালে বাদ পড়েন টি-টোয়েন্টি দল থেকেও। পরবর্তীতে ২০২৩ সালে এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়ার পর শঙ্কা ছিল ভারতে ওয়ানডে বিশ্বকাপেও সুযোগ পাবেন না রিয়াদ। তবে সব শঙ্কা দূর করে দলে জায়গা করেন নেন এবং বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সেরা পারফরমার বনে যান এই ব্যাটিং অলরাউন্ডার।
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর অনেকদিন মাঠের বাইরে ছিলেন রিয়াদ। খেলতে পারেননি নিউজিল্যান্ড সিরিজেও। সবশেষ বিপিএল দিয়ে মাঠে ফিরেই পুরোনো ছন্দ ফিরে পান এই ক্রিকেটার। বিপিএলে ফরচুন বরিশালের প্রথম শিরোপা জয়ে অবদান রেখে জায়গা করে নেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।
আরও পড়ুন: জাকের আলীর ব্যাটিংয়ে মুগ্ধ কোচ হাথুরুসিংহে
ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৪/এমটি