বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একজন ব্যাটার হিসেবেই পরিচিত। তবে স্বীকৃত ক্রিকেটে বোলারের ভূমিকায়ও দেখা গেছে তাকে। তবে চলমান বিপিএলে ফরচুন বরিশালের জার্সিতে নতুন ভূমিকায় দেখা গেছে শান্তকে। দলের নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম ইনজুরিতে থাকায় উইকেটরক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এই তারকা।
বিপিএলের ১২তম ম্যাচে আজ (মঙ্গলবার) সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। আর এই ম্যাচে শুরু থেকে পুরোটা সময় উইকেটের পেছনে থাকবেন শান্ত। স্বীকৃত ক্রিকেটে প্রথমবারের মতো উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এই তারকা।
মাঠে একজন দুর্দান্ত ফিল্ডার হিসেবে পরিচিত শান্ত। মাঠে উইকেটরক্ষকের পাশে স্লিপেও দেখা যায় তাকে। তবে স্বীকৃত ক্রিকেটে এর আগে উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যায়নি শান্তকে। তাই বিপিএলের এই গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে গ্লাভস হাতে উইকেটের পেছনে দেখে হয়ত অবাক হবেন অনেকেই।
আরও পড়ুন:
» দলে ৬ পরিবর্তন এনেও হারল ঢাকা, রংপুরের পাঁচে পাঁচ
» চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি দেখা যাবে সাকিব-তামিমকে? যা বলল বিসিবি
মূলত ইনজুরির কারণে উইকেটের পেছনে থাকতে পারছেন না মুশফিকুর রহিম। রংপুরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আঙুলের চোট পেয়েছিলেন এই অভিজ্ঞ উইকেটরক্ষক। তবে এই চোট থেকে সেরে উঠে পরের ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে ব্যাটিংও করেছেন মুশফিক। তবে সেই ম্যাচে কিপিং করেননি তিনি।
মুশফিকের পরিবর্তে তৃতীয় ম্যাচে উইকেটরক্ষকের ভূমিকায় ছিলেন প্রীতম কুমার। দলটির ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে আছেন এই ব্যাটার। তবে এক ম্যাচে সুযোগ পেয়েই দল থেকে বাদ পড়েছেন প্রীতম। গতকাল (সোমবার) দুর্বার রাজশাহীর বিপক্ষে ওপেনিংয়ে খেলতে নেমে ৯ বলে ৩ রান করে ফিরে যান প্রীতম। আর পারফরম্যান্স আশানুরূপ না হওয়ার কারণেই হয়ত তাকে বাদ দিয়েই একাদশ সাজিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
অবশ্য উইকেটরক্ষক হিসেবে খারাপ করছেন না শান্ত। এই ম্যাচে গ্লাভস হাতে উইকেটের পেছনে কার্যকরী ভূমিকা পালন করেছেন তিনি।যদিও এখনো কোনো স্টাপিং করা কিংবা ক্যাচ লুফে নিতে পারেননি এই তারকা।
এদিকে বিপিএলের এবারের আসরে প্রথম জয়ের খোঁজে আজ বরিশালের মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স। তবে ভালো শুরু পেয়েও জাহানদাদ খান ও রিশাদ হোসেনদের বোলিং তোপে বড় বিপাকে পড়েছে দলটি। দলীয় ৮৯ রানেই ৮ উইকেট হারিয়েছে তারা। রিশাদ ও জাহানদাদ সমান তিনটি করে উইকেট শিকার করেছেন।
ক্রিফোস্পোর্টস/৭জানুয়ারি২৫/বিটি