Connect with us
ক্রিকেট

ইতিহাস গড়া জয়ের ম্যাচে ইতিহাসের পাতায় নাজমুল শান্ত

Shanto
ইতিহাস গড়া জয়ের ম্যাচে ইতিহাসের পাতায় নাজমুল শান্ত। ছবি- সংগৃহীত

চলমান বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই বড় রানের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন টাইগারদের টেস্ট বিশেষায়িত স্পিনার তাইজুল ইসলাম। ম্যাচে একাই ১০ উইকেট তুলে নিয়ে কিউইদের ব্যাটিং বিভাগে তাইজুলই মূলত ধ্বস নামিয়েছেন। নিউজিল্যান্ডের দুই ইনিংসের ২০ উইকেটের মধ্যে টাইগার স্পিনাররাই শিকার করেছেন মোট ১৮ টি উইকেট।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটের কারণে এখন দলের বাইরে আছেন। ফলে টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব এসে পড়ে নাজমুল হোসেন শান্তুর কাঁধে। যদিও শান্তর দায়িত্ব পাওয়াটা কিছুটা কাকতালীয়ও ছিল বটে। সাকিবের অনুপস্থিতিতে অধিনায়কত্ব পাওয়ার কথা ছিল সাকিবের ডেপুটি লিটন দাসের। কিন্তু পারিবারিক কারণ দেখিয়ে ছুটি নেয়া লিটন দাসের এই সিরিজে না থাকার দরুণ দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের অধিনায়ক করা হয় শান্তকে।

টেস্টে দেশের হয়ে প্রথম অধিনায়কের দায়িত্ব নিয়েই নতুন একটি কীর্তিতে নাম তুলে ফেললেন এই ইনফর্ম ব্যাটসম্যান। নিউজিল্যান্ডকে হারানোর মাধ্যমে অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই জয় পাওয়া বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। এর আগে সর্ব প্রথম এই কীর্তি গড়েন সাবেক টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তজা ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কিংসটনের সে ম্যাচে অধিনায়ক মাশরাফির নেতৃত্বে খেলতে নেমে প্রথম ম্যাচেই ক্যারিবীয়দের ৯৫ রানে হারিয়েছিল লাল সবুজ বাহিনী। এর মাধ্যমে ২০০৫ সালে জিম্বাবুয়েকে হারানোর প্রায় সাড়ে চার বছর পর টেস্ট ক্রিকেটে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পায় বাংলাদেশ।

মাশরাফির পর সিরিজের দ্বিতীয় ম্যাচে এই একই কীর্তি গড়েন সাকিব আল হাসানও। ইনজুরিতে পড়ে সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে যান মাশরাফি। ফলে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেয়া হয় সাকিবের কাঁধে। সে ম্যাচেও উইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে সিরিজটি ২-০ তে জিতে নেয় বাংলাদেশ। মাশরাফি-সাকিবের এমন কীর্তির ১৪ বছর পর বাংলাদেশের তৃতীয় অধিনায়ক হিসেবে এমন রেকর্ডে নাম লেখান ওপেনার লিটন দাস।

চলতি বছরেই বাংলাদেশের ১২ তম টেস্ট অধিনায়ক হিসেবে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। তার নেতৃত্বে ম্যাচটিতে ৫৪৬ রানের বিশাল জয় পায় বাংলাদেশ যেটি কিনা টাইগারদের টেস্ট ক্রিকেটে পাওয়া সব থেকে বড় রানের জয়ও। বাংলাদেশের দুই কিংবদন্তি ক্রিকেটারের এই রেকর্ডে লিটন দাস ১৪ বছর পর ভাগ বসিয়েছে। সেখানে শান্তর লাগলো মাত্র পাঁচ মাসের একটু বেশি।

দেশের ১৩ তম টেস্ট অধিনায়কের নেতৃত্বে খেলতে নামা বাংলাদেশ আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের জয় তুলে নিয়েছে। ম্যাচে আরও একটি রেকর্ড গড়েছেন শান্ত। অধিনায়কত্বের প্রথম টেস্টেই শতক তুলে নেয়া প্রথম এবং একমাত্র ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ৩৭ রান করে দৃষ্টিকটুভাবে আউট হয়ে সমালোচিত হলেও দ্বিতীয় ইনিংসে শতক তুলে নেয়ার মাধ্যমে এই কীর্তি গড়েন শান্ত।

 

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/০২ডিসেম্বর২৩/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট