টেস্ট ফরম্যাটে জাতীয় ক্রিকেট লিগের এবারের আসর শুরু হয়েছে গত মাসেই। এবার নতুন রুপে ফিরতে চলেছে এনসিএল। টেস্ট ফরম্যাটের এনসিএল শেষ হতেই এবার প্রথম বারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে শুরু হবে এই টুর্নামেন্ট। অনেক আগেই এই পরিকল্পনা নির্ধারণ করেছিল বিসিবি।
টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা আগেই করা হয়েছিল। তবে এবার জানা টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ এবং সেই সঙ্গে প্রকাশিত হয়েছে ম্যাচ ভেন্যুও। আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হওয়া জাতীয় লিগের এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিষয়টা নিশ্চিত করেছে বিসিবির একজন নির্বাচক।
এদিকে ১১ ডিসেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো। টুর্নামেন্টের ফাইনাল আয়োজন করা হবে মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট গ্রাউন্ডে। মূলত দেশি ক্রিকেটার বিপিএলের জন্য প্রস্তুত করতেই এমন উদ্যোগ নিয়েছে বিসিবি। কারণ আগামী ডিসেম্বরের ৩০ থেকে মাঠে গড়াতে যাচ্ছে এবার ১১তম বিপিএল আসর। সেখানে দেশি খেলোয়াড়রা যেন আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারে সেটাই লক্ষ্য বিসিবির।
টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হওয়া জাতীয় লিগের প্রথম আসরে অংশগ্রহণ করবে ৮টি দল। তবে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে দেখা যাবে না জাতীয় দলের ক্রিকেটারদের। মূলত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ থাকার কারণে পাওয়া যাবে না শান্ত-তাসকিনদের। তবে ওয়ানডে সিরিজ শেষে দেখা যেতে পারে মুশফিক-রিয়াদের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে না থাকা খেলোয়াড়দের।
কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে যথাক্রমে ১৫, ১৭ এবং ১৯ ডিসেম্বর। এদিকে জাতীয় ক্রিকেট লিগের ফাইনাল ২৩ ডিসেম্বর। ফলে সবদিক বিবেচনা করে জাতীয় দলের খেলোয়াড়দের যুক্ত করা হচ্ছে না এই টুর্নামেন্টে।
আরো পড়ুন : বাফুফে থেকে দেড় কোটি টাকা পুরস্কার পাচ্ছেন সাফ জয়ী ফুটবলাররা
ক্রিফোস্পোর্টস/০৯নভেম্বর২৪/এসআর