Connect with us
ক্রিকেট

এনসিএল টি-২০ : মিরপুরকে বাদ দিয়ে ভেন্যু নির্ধারণ

NCL T20_2024
এনসিল টি-টোয়েন্টিতে ভেন্যু হিসেবে থাকছে না মিরপুর। ছবি- সংগৃহীত

ঘরোয়া ক্রিকেট লিগ এনসিএলের নিয়মিত ফরম্যাট টেস্ট। চারদিনব্যাপী লঙ্গার ভার্সনের এই টুর্নামেন্টে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে সংক্ষিপ্ত ফরম্যাট। আগামী ডিসেম্বরেই প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে এনসিএলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

এনসিলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভেন্যু হিসেবে থাকছে না হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। এর আগে জানানো হয় যে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো আয়োজন করা হবে সিলেটে এবং কোয়ালিফায়ার এবং ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরে। তবে পরবর্তীতে সিদ্ধান্তে পরিবর্তন এনেছে বিসিবি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের কোনো ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হবে না। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দেশের একটি অনলাইন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিএলের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক মিনহাজুল আবেদিন নান্নু। ফলে পুরো টুর্নামেন্টটিই আয়োজিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

আরও পড়ুন:

» শান্ত-মুশফিকের পর এবার হৃদয়কে ঘিরে দুঃসংবাদ

» সর্বনিম্ন রানে অলআউটের লজ্জাজনক রেকর্ড গড়ল শ্রীলঙ্কা 

আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম আসর। যার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর।

মূলত ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের আগে দেশীয় ক্রিকেটাররা যাতে ভালো প্রস্তুতি নিতে পারে সেজন্য এমন আয়োজন বিসিবির। এবারের এই আসরে অংশগ্রহণ করবে ৮ টি দল। ওয়েস্ট ইন্ডিজ সফরের কারণে টুর্নামেন্টটিতে থাকতে পারবে না জাতীয় দলের অনেক ক্রিকেটাররা।

এদিকে এনসিএলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। এছাড়াও ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে এই টুর্নামেন্টে যোগ দিতে পারেন মাহমুদউল্লাহ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা খেলোয়াড়রা খেলতে পারবেন না এই টুর্নামেন্টে।স

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট