গত ১১ ডিসেম্বর মাঠে গড়িয়েছে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ৮ দল নিয়ে প্রথমবারের মতো মাঠে গড়িয়েছে এনসিএলের এই টি-টোয়েন্টি সংস্করণ। সপ্তাহখানেকের জমজমাট লড়াইয়ের পর শেষ হয়েছে গ্রুপ পর্বের ম্যাচ। ম্যাচগুলো শেষে প্লে-অফ নিশ্চিত করেছে চারটি দল। দলগুলো হলো- ঢাকা মেট্রো, রংপুর, খুলনা ও চট্টগ্রাম।
এই টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত ঢাকা মেট্রো। গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারেনি মোহাম্মদ নাঈম শেখের দল। এতে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে পরের রাউন্ড নিশ্চিত করেছে দলটি। ঢাকার পরই অবস্থান রংপুরের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠেছে দলটি।
টেবিলের তিনে অবস্থান করছে খুলনা। ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট নরুল হাসান সোহানের দলটির। আর সর্বশেষ দল হিসেবে প্লে-অফের টিকিট কেটেছে তামিম ইকবালদের চট্টগ্রাম। ঢাকার সমান ৩ জয় ও ৪ হারে ৬ পয়েন্ট নিয়েও নেট রান রেটে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত করেছে ইয়াসির আলি রাব্বির নেতৃত্বাধীন দলটি।
আরও পড়ুন:
» হামজা এখন বাংলাদেশের, খেলবেন লাল-সবুজের জার্সিতে
» নাটকীয়তার অবসান, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আসলো চূড়ান্ত সিদ্ধান্ত
আগামী শনিবার (২১ ডিসেম্বর) থেকে মাঠে গড়াবে প্লে-অফের ম্যাচ। সিলেটে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে টেবিলের তিন ও চারে থাকা চট্টগ্রাম ও খুলনা। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। একইদিনে দুপুর দেড়টায় মাঠে গড়াবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। যেখানে লড়বে টেবিলের শীর্ষ দুই দল ঢাকা মেট্রো ও রংপুর।
পরদিন দুপুর সাড়ে ১২ টায় মাঠে গড়াবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। যেখানে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল এবং এলিমিনেটরে জয় পাওয়া দল মুখোমুখি হবে। এরপর প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ী দল ফাইনাল খেলবে। আগামী ২৪ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে। গ্রুপ পর্বের মতো টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
একনজরে নকআউট পর্বের সময়সূচি:
তারিখ | ম্যাচ | সময় |
২১ ডিসেম্বর | চট্টগ্রাম বনাম খুলনা | সকাল সাড়ে ৯টা |
২১ ডিসেম্বর | ঢাকা মেট্রো বনাম রংপুর | দুপুর ১টা ৩০ |
২২ ডিসেম্বর | দ্বিতীয় কোয়ালিফায়ার | দুপুর সাড়ে ১২টা |
ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২৪/বিটি