এসিসি প্রিমিয়ার কাপে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে নেপাল। সেই সঙ্গে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আইসিসির সহযোগী সদস্য এ দেশটি।
এদিকে বৃষ্টি কারণে আসরে ফাইনাল ম্যাচটি শেষ হয় সোম ও মঙ্গলবার দুদিনে। কাঠমুন্ডুতে ফাইনাল ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়েছে ক্রিকেটে নবীন এ দেশটি। এদিন আমিরাতের দেওয়া ১১৮ রানের টার্গেট নেপাল পৌঁছে যায় তিন উইকেট হারিয়ে মাত্র ৩০ দশমিক ৩ ওভারে।
অপরদিকে আসন্ন সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। এর আয়োজক দেশ পাকিস্তান। তবে এ আসরটি ভারত পাকিস্তানে গিয়ে খেলতে নারাজ, তাই টুর্নামেন্টটি এখন ঝুলে আছে। তবে আসর যেখানেই হোক, এতে প্রথমবারের মতো অংশ নেবে নেপাল।
আরও পড়ুন: রোনালদো-জর্জিনা সম্পর্কে অবনতির গুঞ্জন, জল্পনার অবসান
ক্রিফোস্পোর্টস/২মে২৩/এসএ