চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের খেলায় বাংলাদেশকে হারিয়ে চমক দেখিয়েছে স্বাগতিক নেপাল। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়ে দেয় স্বাগতিকেরা। ফলে গ্রুপ ‘এ’ এর চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করলো তারা। আর গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিতে গেল বাংলাদেশ।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে উভয় দলই জয়ের দেখা পেয়েছিল। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দু’দলেরই প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।
নেপালের ললিতপুরে এএনএফএ কমপ্লেক্সে নেপাল-বাংলাদেশ ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর সোয়া ৩ টায়। আক্রমণ-পাল্টা আক্রমণের খেলায় প্রথম গোলের দেখা পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। খেলার ১৭ তম মিনিটে প্রথম গোলের দেখা পায় নেপাল। এর ঠিক দুই মিনিট পরে গোল করে নেপালকে ২-০ গোলে এগিয়ে নেয় নিরাজন ধামি।
আরো পড়ুন : রিজওয়ান-শাকিলের জোড়া শতকে বড় সংগ্রহের পথে পাকিস্তান
২-০ গোলে পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ, ফলাফলও পেয়ে যায় তারা। প্রথমার্ধের শেষ মুহুর্তে মিরাজুল ইসলামের গোলে স্কোরলাইন ২-১ করে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। প্রথমার্ধে আর কোন গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে নেমেও আক্রমণাত্বক খেলতে থাকে দু’দলই। তবে কোনো দলই আর গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত চেষ্টা করার পরেও ম্যাচে সমতা ফেরাতে ব্যর্থ হয় লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে প্রথমার্ধের স্কোরলাইন ২-১ গোলের ব্যবধানেই ম্যাচটি শেষ হয়। এতে বাংলাদেশকে হারিয়ে চমক দেখালো নেপালের ফুটবলাররা।
বর্তমানে তিন দলের গ্রুপ ‘এ’ থেকে ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নেপালের অবস্থান। আর ১ জয় ও ১ হারে বাংলাদেশ আছে দুই নম্বরে। তাদের সংগ্রহে ৩ পয়েন্ট। আর দুই ম্যাচের দু’টিতেই হেরে তলানিতে স্থান পেয়েছে শ্রীলঙ্কা।
ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৪/এমএস