ভারতের মাটিতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের মূল পর্বে খেলার টিকিট ইতোমধ্যে নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা। ১০ দলের আসরে এবার অপেক্ষা আরও এক দলের।
তবে এবারে বাছাই দুর্দান্ত খেলা জিম্বাবুয়েকে নিয়ে অনেকেই আশা করেছিল। তবে সুপার সিক্সের ম্যাচে স্বাগতিকদের হারিয়ে টুর্নামেন্টে সমীকরণ পাল্টে দেয় স্কটল্যান্ড। অপরদিকে মূল পর্বে খেলার আশায় স্কটল্যান্ডের কাঁধে নিঃশ্বাস ফেলছে নেদারল্যান্ডস।
এমন সমীকরণ মাথায় নিয়ে আজ মাঠে নামবে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে গাজী টিভি।
আজকের ম্যাচে জয় পেলেই শ্রীলঙ্কার সঙ্গে এবারের বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পেয়ে যাবে স্কটল্যান্ড। অপরদিকে মূল পর্বে খেলতে হলে নেদারল্যান্ডসকে অন্তত ৩২ রানের বেশি ব্যবধানে জয় পেতে হবে।
বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা স্কটল্যান্ডের নেট রানরেট +০.২৯৬। আর চারে থাকা নেদারল্যান্ডসের পয়েন্ট ৪। নেট রানরেটে অনেক পিছিয়ে -০.০৪২। এমন সমীকরণে আজ জিতলেই ফাইনালে শ্রীলঙ্কার সঙ্গী হবে স্কটল্যান্ড।
তবে ডাচদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হলে প্রথমে ব্যাট করে ২৫০ রান করে অন্তত ৩২ রানের ব্যবধানে জিততে হবে। তাহলেই স্কটল্যান্ডের রান রেট নেমে যাবে। তবে স্কটিশরা যদি ৩১ রানেও ম্যাচ হারে তবু বিশ্বকাপের মূল পর্বে চলে যাবে।
এছাড়া নেদারল্যান্ডস যদি শেষে ব্যাটিং করে আর আড়াইশ রানের টার্গেটে খেলে তবে তাদের ৪৪ ওভারের মধ্যে ম্যাচ জিততে হবে। তবেই মিলবে বিশ্বকাপের মূল লড়াইয়ের টিকিট।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ পরীক্ষা শুরু
ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৩/এসএ