Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস: ইয়ান বিশপ

সময়টা যেন একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটে। এরই মধ্যে শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে নিজেদের ছন্দ ফিরে পাওয়া নিয়েই এখনও চিন্তিত টাইগাররা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি সিরিজে হারের পর বিশ্বকাপের একমাত্র ওয়ার্ম আপ ম্যাচেও ভারতের কাছে নাস্তানাবুদ হয়েছে শান্ত বাহিনী।

এমন দলকে নিয়ে হয়তো বিশ্বকাপে বেশি আশা করতে চাইবে না ভক্তরা, যেমনটা দেশ ছাড়ার আগে খুব বেশি প্রত্যাশা না রাখার কথাই বলেছিলেন টাইগার অধিনায়ক শান্ত। এবার যেন সেই বাংলাদেশ দলকে নিয়েই একটা খোঁচা দিয়ে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার ইয়ান বিশপ

নানা সময় তার কন্ঠে বাংলাদেশের প্রশংসা শোনা গিয়েছিল এর আগে। সবশেষ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে যুব টাইগার ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছিলেন ইয়ান বিশপ। ধারাভাষ্যকার হিসেবে সাকিব, তামিম, লিটনদের ভক্ত বললেও চলে তাকে। তবে এবার ক্রিকইনফোর সঙ্গে এক আলাপকালে অনেকটা উল্টো সুরে কথা বললেন তিনি।

বিশ্বকাপে ছোট দল গুলোর কাছে হারের ঝুঁকিতে আছে কোন দলগুলো? এমন প্রশ্নের জবাবে বিশপের মুখে সবার আগে আসলো বাংলাদেশের নাম। তিনি মনে করেন এই বিশ্বকাপে বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস। এছাড়া গ্রুপে আইসিসির আরেক সহযোগী দেশ নেপালের দিকেও নজর রাখার কথা বলেছেন তিনি।

সাম্প্রতিক সময় বিশ্বকাপে প্রায়ই বড় দলগুলো ছোট দলের কাছে অঘটনের শিকার হয়। এবার এমন সম্ভাবনায় কারা আছে সেই প্রশ্নে বিশপ জানিয়েছেন, ‘আমরা গত কয়েকটি বিশ্বকাপে নতুন দলগুলো বড় দলকে হারাতে দেখেছি। আপনি সম্ভাবনার কথা যদি বলেন, তাহলে আমি বলব বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস।’

অবশ্য ইয়ান বিশপের এমন কথা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তার কারণ বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম এবং ডাচদের বিপক্ষে বাংলাদেশের শেষ কিছু ম্যাচের পরিসংখ্যান। যেমন ২০২২ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারাতে ঘাম ঝরেছিল টাইগারদের। আর ২০২৩ সালের ভারত বিশ্বকাপে তো নেদারল্যান্ডসের কাছে হেরেই বসেছিল বাংলাদেশ।

এছাড়াও বাংলাদেশের আরেক গ্রুপ সঙ্গী নেপালের দিকে নজর রাখার কথা বলেছেন তিনি, ‘নেপালের খেলা দেখতে মুখিয়ে আছি। যেভাবে দেশটির সমর্থকেরা দলটাকে সমর্থন করে, সেটা দারুণ ব্যাপার। দলটার বেশ প্রতিভাও আছে। হয়তো এই টুর্নামেন্টে নয়, কিন্তু কয়েক বছরের মধ্যে দলটা ভালো জায়গায় আসবে।’

আরও পড়ুন: বিশ্বকাপের দ্বিতীয় দিনেই সুপার ওভার, শুভ সূচনা নামিবিয়ার

ক্রিফোস্পোর্টস/৩জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট