সদ্য সমাপ্ত ইউরো চ্যাম্পিয়নশিপে থেকে জার্মানি জাতীয় দলকে বিদায় জানান টনি ক্রুস ও টমাস মুলার। এরপর গত সোমবার (১৯ আগস্ট) জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন এবারের ইউরোতে জার্মানিকে নেতৃত্ব দেওয়া ইলকায় গুন্দোয়ান। ইউরোর পর এবার চতুর্থ ফুটবলার হিসেবে জার্মানি জাতীয় দলকে বিদায় জানালেন ম্যানুয়েল ন্যুয়ার।
বুধবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দেন ন্যুয়ার। এই কিংবদন্তি গোলরক্ষককে জার্মানির গোলপোস্টের নিচে আর দেখা যাবে না।
সদ্য সমাপ্ত ইউরোরতে জার্মানির গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন ৩৮ বছর বয়সী ন্যুয়ার। কিন্তু কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় স্বাগতিক জার্মানি। ফলে জার্মানির জার্সিতে এটাই ছিল তার শেষ ম্যাচ।
আরও পড়ুন:
» অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে হোল্ডারের উন্নতি, আগের অবস্থানেই সাকিব
» ইউটিউব চ্যানেল খুলেই নতুন রেকর্ড গড়লেন রোনালদো
ইনস্টাগ্রামে নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে বিদায়ী বার্তায় তিনি বলেন, প্রিয় ভক্তরা, প্রিয় জার্মানি ফুটবল। ১৫ বছরেরও বেশি সময় এবং ১২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর, আজ জার্মানি জাতীয় দল থেকে আমার ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করলাম।
তিনি আরও বলেন, ‘আমাকে যারা চেনেন তারা বুঝতে পারেন যে এই সিদ্ধান্ত নেয়া আমার পক্ষে সহজ ছিল না। আমি শারীরিকভাবে ঠিক আছি এবং ২০২৬ সালের বিশ্বকাপ আমার কাছে আবেদনের ছিল। যাইহোক, আমার পরিবার এবং বন্ধুদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর, আমি সিদ্ধান্ত নিয়েছি যে জাতীয় দল থেকে বিদায় নেওয়ার এটাই উপযুক্ত সময়।
২০০৯ সালের ২জুন জাতীয় দলের হয়ে অভিষেক হয় ন্যুয়ারের। জার্মানির জার্সিতে ১২৪ ম্যাচ খেলেছেন এই তিনি। ২০১৪ বিশ্বকাপে জার্মানির শিরোপা জয়ে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। ২০১৮-২৩ সাল পর্যন্ত জাতীয় দলের নেতৃত্ব ছিলেন এই কিংবদন্তি গোলরক্ষক।
ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৪/বিটি