Connect with us
ক্রিকেট

অস্ট্রেলিয়া সিরিজের আগে ভারত শিবিরে নতুন দুঃসংবাদ

Indian test team
ভারত টেস্ট দল। ছবি- সংগৃহীত

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডর-গাভাস্কার ট্রফি শুরু হতে সপ্তাহেরও কম সময় বাকি। আর তার আগে একের পর এক দুঃসংবাদ আসছে ভারত শিবিরে। পার্থের খেলা তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দুই দিনে ভারতের দুই ক্রিকেটার পড়েছে ইনজুরিতে। মাঠের খেলা নিয়ে চিন্তিত ভারত এবার চোটের কারণে পড়েছে নতুন দুশ্চিন্তায়।

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন প্রস্তুতি ম্যাচ না খেলার কথা জানিয়েছিল ভারত। তাই নিজেদের মধ্যেই চলছিল তিন দিনের সেই ম্যাচ। ভারত ‘এ’ দলের বিপক্ষে খেলছে ভারতীয় ক্রিকেটাররা। যেখানে ম্যাচের প্রথম দিনে চোটে পড়েছিলেন লোকেশ রাহুল। এবার দ্বিতীয় দিনে এসে নতুন করে ইনজুরিতে পড়লেন শুভমান গিল।

আর এই দুই ক্রিকেটার চোট আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে ভারত। কেননা সবেমাত্র গতকাল দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। সাধারণত তিনি ওপেনিং করে থাকেন ভারতীয় ইনিংসের। তবে রোহিত এখনো দলের সঙ্গে যোগ না দেয়ায় প্রথম ম্যাচে ওপেনিংয়ে বিবেচনা করা হচ্ছিল রাহুল এবং শুভমান গিলকে।

আরও পড়ুন:

» বছরের শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের জয়

» ১৩ বছর বয়সেই জায়গা পেল আইপিএলের নিলামে, কে এই বিস্ময় বালক?

আর এতেই দুশ্চিন্তা বেড়েছে ভারতীয় দলে। কেননা ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের এই বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাই এই সিরিজের আগে দলের চোটের হানায় স্বস্তিতে নেই সফরকারী দল।

এর আগে জানা গিয়েছিল প্রথম দিনে কনুইয়ে বলের আঘাতে পেয়েছিলেন লোকেশ রাহুল। এতে একপর্যায়ে মাঠ ছেড়ে উঠে যেতে হয়েছিল তাকে। এরপর দ্বিতীয় দিনের খেলায় ফিল্ডিংয়ের সময় স্লিপে দাঁড়িয়ে বাম হাতে চোট পেয়েছেন শুভমান গিল। তবে এই দুইজনের চোট ঠিক কতটা গুরুত্ব সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি ভারতের টিম ম্যানেজমেন্ট।

আগামী ২২ নভেম্বর পার্থে শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ শেষ হবে আগামী বছরের ৭ জানুয়ারি।

ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট