Connect with us
ক্রিকেট

ভুয়া বিবৃতি নিয়ে পাকিস্তানের ক্রিকেটে নতুন নাটক

Babar Azam and Shaheen Afridi
শাহীন আফ্রিদি এবং বাবর আজম। ছবি- সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গতকালই পাকিস্তানের ক্রিকেটে রদবদল হয়েছিল জাতীয় দলের নেতৃত্বের। যেখানে প্রায় ৫ মাসের মাথায় তাকে ফের সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের নেতৃত্বে ফিরিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করে পিসিবি।

জাতীয় দলের দায়িত্বে বাবর ফেরায় ওয়ানডে থেকে শান মাসুদ এবং টি-টোয়েন্টি থেকে শাহীন শাহ আফ্রিদির অধিনায়কত্ব কালের ইতি ঘটলো। বাবরকে নেতৃত্ব দেয়ার পর পিসিবি নিজেদের আনুষ্ঠানিক বিবৃতি দেয়। যেখানে সংক্ষিপ্তততম ফরমেটের অধিনায়কত্ব থেকে বাদ পড়া শাহীন আফ্রিদির বক্তব্যও তুলে ধরা হয়।

পিসিবির সেই বিবৃতি অনুযায়ী শাহীন আফ্রিদি বাবরের পাশে থাকার কথা জানান, ‘দলের খেলোয়াড় হিসেবে আমার দায়িত্ব আমাদের অধিনায়ক বাবর আজমকে সমর্থন করা। আমি তার অধিনায়কত্বে খেলেছি এবং তার প্রতি শ্রদ্ধা ছাড়া আর কিছুই নেই। আমি মাঠে এবং মাঠের বাইরে তাকে সাহায্য করার চেষ্টা করব।’

এই বিবৃতি নিয়েই বেধেছে যত বিপত্তি। কেননা ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর তথ্য মতে এমন কোন মন্তব্যই করেননি টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে বাদ পড়া শাহীন আফ্রিদি। বরং আচমকা অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ায় বেশ ক্ষুব্ধ হয়েছেন এই পাক পেসার।

ইএসপিএন-ক্রিকইনফোর সূত্র অনুযায়ী এমন বিবৃতি প্রকাশের আগে শাহীনের সঙ্গে কোন প্রকার আলাপ আলোচনা করেনি পিসিবি। এ ঘটনার প্রেক্ষিতে পাল্টা বিবৃতি দেওয়ার জন্যও উদ্যত হয়েছিলেন শাহীন। তবে জরুরী ভিত্তিতে কথা বলে তাকে বুঝিয়েছে ক্রিকেট বোর্ড। জানা যায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে আজ শাহীনের বৈঠক হওয়ার কথা আছে। 

এদিকে গেল বছর ভারতে আয়োজিত বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়ে গেলেও বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান বাজে পারফরম্যান্সে ছিটকে গিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। এরপর সকল দিক থেকে সমালোচিত হওয়ায় বিশ্বকাপের পরেই জাতীয় দলের সকল ফরমেট থেকে অধিনায়কত্বের দায়িত্ব ঝেড়ে ফেলেছিলেন বাবর।

এখন মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে অধিনায়কত্বে পরিবর্তন এনেছে পাকিস্তান। এর আগে নতুন চেয়ারম্যান হিসেবে পিসিবির দায়িত্ব নিয়ে মহসিন নাকভি দলকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা নেন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এমন পরিবর্তন করেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন: নেতৃত্বে ফিরে নতুন প্রতিশ্রুতি দিলেন বাবর

ক্রিফোস্পোর্টস/১এপ্রিল২৪/এফএএস 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট