Connect with us
ক্রিকেট

২০২৮ সাল থেকে আইপিএলে নতুন ফরম্যাট!

IPL_2025
আইপিএল। ছবি- সংগৃহীত

২০২৮ সাল থেকে বদলে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। নতুন ফরম্যাটে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল জানিয়েছেন, প্রতিযোগিতার মাঝামাঝি এই পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা ইতোমধ্যেই শেষ পর্যায়ে।

নতুন ফরম্যাট অনুযায়ী, ২০২৮ সাল থেকে প্রতি আইপিএলে হবে ৯৪টি ম্যাচ। টুর্নামেন্ট চলবে প্রায় ৬০ থেকে ৬৫ দিন ধরে। শুরু হবে হোম-অ্যাওয়ে ভিত্তিক পূর্ণাঙ্গ লিগ ব্যবস্থা। অর্থাৎ, প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। এখনকার মতো গ্রুপ ভাগের পদ্ধতি থাকছে না। এতে ম্যাচের সংখ্যা বাড়বে ২০টি।


আরও পড়ুন

» তাইজুলের ৫ উইকেট, প্রশংসায় ভাসালেন তামিম

» শেষ বিকেলে তাইজুলের ঘূর্ণি, হঠাৎ এলোমেলো জিম্বাবুয়ে


এক সাক্ষাৎকারে অরুণ ধুমল বলেন, আইপিএলের ফরম্যাট পরিবর্তন নিয়ে বিসিসিআই ও আইসিসির মধ্যে আলোচনা হয়েছে। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, আইপিএলের জন্য অতিরিক্ত সময় বরাদ্দের আশ্বাসও মিলেছে।

বর্তমানে আইপিএলের দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলে। একে অপরের সঙ্গে নির্দিষ্ট ফরম্যাটে মুখোমুখি হয়। তবে ২০২৮ থেকে প্রতিটি দল অন্য দলের সঙ্গে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে দুবার করে খেলবে, যার ফলে টুর্নামেন্ট হবে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও লম্বা।

আইপিএল চেয়ারম্যান বলেন, ৭৪ ম্যাচের জায়গায় যখন ৮৪ বা ৯৪ ম্যাচ হবে, তখন সময় কিছুটা বাড়বে। তবে আন্তর্জাতিক সিরিজ ও আইসিসির প্রতিযোগিতাগুলো মাথায় রেখেই সময়সূচি তৈরি করতে হবে। এখানে সময় কমানো সম্ভব নয়। ক্রিকেটের ধারাও বদলে যাচ্ছে। ভবিষ্যতে হয়তো নতুন বিকল্প খুঁজতে হতে পারে।

এ বছর আইপিএল অনুষ্ঠিত হচ্ছে ৬৪ দিনের মধ্যে। কিন্তু অতিরিক্ত আন্তর্জাতিক ক্রিকেটের কারণে ম্যাচ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত এবার নেওয়া হয়নি।

তার মতে, এ বছর ভারতীয় দল অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে অংশ নিয়েছে। তাই আইপিএলে বাড়তি ম্যাচের বোঝা চাপানো ঠিক হবে না।

তবে ম্যাচ সংখ্যা বাড়ানোর পরিকল্পনায় একটা বড় চ্যালেঞ্জ থাকছে ক্রিকেটারদের ওপর অতিরিক্ত চাপ। বিশেষ করে যারা এখনো জাতীয় দলের হয়ে খেলার অগ্রাধিকার দেয়, তারা হয়তো আইপিএলের দীর্ঘ আসরে পুরো সময় অংশ নিতে আগ্রহ হারাতে পারেন। তাই বিসিসিআই কর্তারা সব দিক বিচার করে, সময়মতো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।

সূত্র- আনন্দবাজার

ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট