ঢাকায় পা রাখার পরই কাজে লেগে পড়লেন চন্দিকা হাথুরুসিংহে। সোমবার রাত সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আজ মঙ্গলবার সকালেই তিনি যান মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চিরচেনা সেই মাঠে যেন নতুন হাথুরু।
মাঠে দেখা পান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ মাহমুদ সুজন, নাফীস ইকবাল, রঙ্গনা হেরাথ, জেমি সিডন্স, গামিনি ডি সিলভাদের। লঙ্কান কোচকে নতুনভাবে পেয়ে সাদরে অভ্যর্থনা জানান সবাই। হাথুরুও সবার সঙ্গে হাত মিলিয়ে পাঁচ বছরের পুরনো সম্পর্কটা ঝালিয়ে নেন। ঘুরে দেখেন সবকিছু।
এদিন মাঠে প্রবেশ করে কিছুক্ষণ ঘুরে দেখেন। তামিম ইকবাল, তাইজুল, নাফীস,সুজনদের সঙ্গে কথা বলে চলে যান শেরে বাংলার ইনডোরে। সেখানে স্পিন কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তিনি। পরে মূল মাঠে ফিরে তাকে উইকেটের কাছে যেতে দেখা যায়। সেখানে তিনি কিছুক্ষণ পিচ কিউরেটর গামিনি ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে কথা বলেন। পরে চন্দিকা হাথুরুসিংহেকে দেখা যায় ড্রেসিংরুমে। সেখানে তিনি কিছুক্ষণ সময় কাটান।
অপরদিকে হাথুরুর আগমনে এদিন মিরপুরে সংবাদমাধ্যম কর্মীদের ভিড় ছিল। তবে মিডিয়ার সঙ্গে কোনো কথাই বলেননি এই শ্রীলঙ্কান। তিনি ব্যস্ত থাকেন বোর্ড ও দলের পূর্বপরিচিতিদের নিয়েই।
পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবেন বাংলাদেশের নতুন হেড কোচ হাথুরুসিংহে। এর আগে তিনি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচ ছিলেন।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় বাংলাদেশের মাসাফিয়া আফরিন
ক্রিফোস্পোর্টস/২১ফেব্রুয়ারি২৩/এসএ