
সম্প্রতি এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে তাদের ঘরের মাঠে দারুণভাবে লড়াই করে ড্র করে বাংলাদেশ। এই ফলাফলের ফলে এশিয়া কাপে জায়গা করে নেওয়ার সম্ভাবনা জোরদার হয়েছে লাল-সবুজ শিবিরের। এই সাফল্যের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার গত ২৫ মার্চ বাংলাদেশের হয়ে প্রথমবার মাঠে নামেন।
অভিষেক ম্যাচে গোল না পেলেও তার খেলার স্টাইল ও নিবেদন দিয়ে দেশবাসীর মন জয় করে নিয়েছেন হামজা। তাই ভক্তরা তাকে ঘিরে তৈরি করেছেন এক অন্যরকম আবহ, যার স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখনও এক মাস পেরোয়নি তার আন্তর্জাতিক অভিষেকের, এর মধ্যেই ফেসবুকে হামজার অনুসারীর সংখ্যা এক মিলিয়ন (দশ লাখ) ছাড়িয়েছে।
ভক্তদের এমন ভালোবাসায় আপ্লুত ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে সমর্থন জানানোর জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার, আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসা আর সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি অত্যন্ত খুশি।
আরও পড়ুন
» কেভিন ডি ব্রুইনার আবেগময় ঘোষণা : ছেড়ে যাচ্ছেন ম্যানচেস্টার সিটি
» আইপিএলে রেকর্ড গড়ল কেকেআর, যা অন্য কোনো দলের নেই
গত বছরের ৮ অক্টোবর ফেসবুকে নিজের অফিশিয়াল পেজ চালু করলেও সেভাবে নিয়মিত ছিলেন না তিনি। তবে বাংলাদেশে পা রাখার পর হামজা একটি আবেগময় ভিডিও পোস্ট করেন, যেখানে রয়েছে তার শৈশবের কিছু স্মৃতিময় ছবি। ভিডিওটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দেয়। ইতোমধ্যে সেটি দেখা হয়েছে ৫৩ লাখের বেশি বার।
দেশের প্রতি হামজার ভালোবাসা আর সেই ভিডিওর প্রভাবে তার জনপ্রিয়তা দ্রুত ছড়িয়ে পড়ে। ফলাফল—ফলোয়ার সংখ্যা পেরিয়ে যায় মিলিয়নের ঘর। এটি নিঃসন্দেহে প্রমাণ করে ভক্তরা তাকে কতটা আপন করে নিয়েছেন।
আগামী ১০ জুন ফিফা উইন্ডোতে সিঙ্গাপুরের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ, নিজ দেশে। সেই ম্যাচেও মাঠে দেখা যাবে হামজা চৌধুরীকে। তার উপস্থিতিতে আবারও জমে উঠবে বাংলাদেশের ফুটবল পরিবেশ।
ক্রিফোস্পোর্টস/৫এপ্রিল২৫/এসএ
