পুরো বিশ্বকাপ জুড়ে দাপটের সাথে সবকটি ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। তবে তীরে এসে তরী ডুবিয়েছে রোহিত-কোহলিরা। ১৯ নভেম্বরের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ হাতছাড়া হয়েছে ভারতের। সদ্য সমাপ্ত বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই আবারো মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া।
আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। তবে সেই দলে নেই রোহিত-কোহলি।
আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু ঠিক করা হয়েছে বিশাখাপত্তম। সেই হিসেবে বিশ্বকাপ ফাইনাল শেষ করেই দুই দলের ক্রিকেটারদের ফের ছুটতে হচ্ছে বিশাখাপত্তমের উদ্দেশ্যে।
আগে থেকেই ধারণা করা হচ্ছিল বিশ্বকাপের পর দ্বিতীয় সারির দল নিয়েই খেলাতে পারে ভারত। সোমবার ঘোষিত স্কোয়াডে তেমনটাই দেখা গেলো। এই সিরিজে নিয়মিত ক্রিকেট বিশ্রাম দেওয়া হয়েছে। হার্দিক পান্ডিয়ার চোট না সারায় সূর্যকুমার যাদবকে নতুন ক্যাপ্টেন করা হয়েছে।
এই সিরিজের প্রথম তিন ম্যাচে সহ অধিনায়ক হিসেবে থাকবেন ঋতুরাজ গায়কোয়াদ। এরপর শেষ দুই ম্যাচে সহ অধিনায়ক হিসাবে দলে যোগ দেবেন শ্রেয়াস আইয়ার।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), ঈশান কিশান, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, শিবাম দুবে, রবি বিষ্ণোই, আরশদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান এবং মুকেশ কুমার।
অপর দিকে বিশ্বকাপের মাঝেই টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। আসন্না সিরিজে চ্যাম্পিয়ন দলকে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড।
আরও পড়ুন: ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ জিতল বাবা-ছেলে
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৩/এমএ