ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আগামী ০৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর বাংলাদেশে বসতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ১০ দলের এই টুর্নামেন্টে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচেই মিরপুরে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতিরা। কিন্তু এতদিন তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ কে তা অজানা থাকলেও বাছাইপর্বের ফাইনালের মাধ্যমে টাইগ্রেসদের প্রতিপক্ষ এবার চূড়ান্ত হয়ে গেল।
১০ দলের আসরে পাঁচটি করে দল নিয়ে দুইটা গ্রুপ করা হয়েছে। এর মধ্যে স্বাগতিক বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। গত রবিবার এই গ্রুপিং ও সূচি চূড়ান্ত করা হলেও প্রতি গ্রুপের শেষ দল কারা হতে যাচ্ছে তা তখনো অজানা ছিল। ফলে দুই গ্রুপের শেষ দলের জায়গা তখনো ফাঁকা রাখা ছিল। অবশেষে গতকাল (০৭ মে) সেই শূণ্যস্থান পূরণ হলো।
গতকাল রাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাছাইপর্বের ফাইনালে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। লঙ্কার মেয়েদের কাছে স্কটিশ মেয়েরা হেরে যাওয়ার সঙ্গে সঙ্গেই গ্রুপগুলোর সবকটি দল নিশ্চিত হয়ে যায়।
রানার্সআপ হওয়ায় ‘বি’ গ্রুপ অর্থাৎ বাংলাদেশের গ্রুপে খেলবে স্কটল্যান্ড। এই গ্রুপে আর আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মত দল।
অন্যদিকে ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তানের সঙ্গী হয়েছে এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপের সবগুলো ম্যাচ সিলেট ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
আর ‘বি’ গ্রুপের ম্যাচগুলো হবে ঢাকার মিরপুরে। দুই সেমিফাইনালের লড়াইও দেশের দুই বিভাগে হওয়ার পর ফাইনাল অনুষ্ঠিত হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে নবম আসরের পর্দা নামবে।
তার আগে ০৩ অক্টোবর উদ্বোধনী ম্যাচে ‘বি’ গ্রুপের দুই দল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭ টায় একই ভেন্যুতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগ্রেসরা।
আরও পড়ুন: ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে তাসকিন-হৃদয়, লিটনের অবনতি
ক্রিফোস্পোর্টস/৮মে২৪/এমএস/বিটি