Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে নতুন রেকর্ড

pakistan vs south africa
কনকাশন সাব করে বিশ্বকাপের ইতিহাসে এক নতুন রেকর্ড। ছবি- সংগৃহীত

কনকাশন সাব করে বিশ্বকাপের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়লো পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। আরো আগে থেকেই ক্রিকেটে এই নিয়মটি চালু থাকলেও বিশ্বকাপে এই প্রথমবার তা ব্যবহৃত হলো।

গতকাল (২৭ অক্টোবর) পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পান পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান। তবে আঘাত বেশি হওয়ার কারণে উঠে যান তিনি। ফলে তার পরিবর্তে মাঠে নামেন আরেক লেগে স্পিনার উসামা মীর।

কনকাশন সাব আইনের নিয়মানুযায়ী শাদাব খানের জায়গায় সম্পূর্ণভাবে একজন সক্রিয় প্লেয়ার হিসেবে থাকতে পারবেন উসামা মীর। তার সম্পূর্ণ ওভারগুলো করতে পারবেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) কর্তৃক ২০১৯ সালে ক্রিকেটে এই নতুন আইনটি যুক্ত করা হয়েছিল। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কনকাশন সাব হওয়া সর্বপ্রথম প্লেয়ার হচ্ছে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তিনি আঘাত পেলে তার পরিবর্তে মাঠে নামেন আরেক পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। কিন্তু বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ব্যবহৃত হলো এই আইনটি।

গতকালের ম্যাচে দ্বিতীয় ইনিংসের শুরুতেই এই আঘাতের ঘটনাটি ঘটে। ফিল্ডিং এর সময় দৌড়ে এসে বল ছুড়ে মারতে গিয়ে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। এরপর মাথায় আঘাত পেলে মাঠে কতক্ষণ চিকিৎসা হয় তার। তবে শেষ পর্যন্ত মাঠ ছেড়ে উঠে যান তিনি। তার পরিবর্তে মাঠে নামেন আরেক লেগ স্পিনার উসামা মীর।

আরও পড়ুন: সাকিবের হঠাৎ ঢাকায় ফেরা কীভাবে দেখছে দল, জানালেন তাসকিন

ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৩/এমটি/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট