Connect with us
ক্রিকেট

বোলাদের জন্য চালু হচ্ছে নতুন নিয়ম ‘স্টপ ক্লক’

ছবি- গুগল

ইতিহাসে প্রথম বার আন্তর্জাতিক ক্রিকেটে টাইমড আউটে’র নজির দেখেছে বিশ্ব। সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে এভাবে আউট করেছিল বাংলাদেশ।

এই আউট নিয়ে ব্যপক আলোচনা সমালোচনা হয়েছে। তবে এই নিয়মটি বহাল থাকছে। সেই সাথে বোলারদের জন্য টাইমড আউটে’র নতুন নিয়ম চালু করছে আইসিসি। এখন থেকে বোলাদেরও সময় মতো বোলিং শুরু করতে হবে। অন্যথায় তাদের ৫ রানের পেনাল্টি দিতে হবে।

মঙ্গলবার আহমেদাবাদে আইসিসির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় জানানো হয়ে, বোলাররা প্রতি ওভারের মাঝে ১ মিনিট বিরতি নিতে পারবেন। এক ইনিংসে যদি তিন৷ বারের বেশি দেরি করে তবে ফিল্ডিংরত দলকে ৫ রানের পেনাল্টি দেওয়া হবে। যা যোগ হবে ব্যাটসম্যানদের দলে।

সভায় আরও জানানো হয়, আগামী ডিসেম্বর থেকে এই নতুন নিয়ম চালু করা হবে। যা নিয়ে আগামী বছর এপ্রিল মাস পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষা চলবে। এই নতুন নিয়মের নাম দেওয়া হয়েছে ‘স্টপ ক্লক’ পদ্ধতি।

আইসিসি আরও জানিয়েছে, পিচের মূল্যায়নের ক্ষেত্রে কোনো ভেন্যু যদি ৫ বছরের মধ্যে ৬টি ডিমেরিট পয়েন্ট পায় তাহলে তাদের আন্তর্জাতিক মর্যাদা কেড়ে নেয়া হবে। আগের নিয়ম অনুযায়ী সেটি ছিল ৫টি ডিমেরিট পয়েন্ট। এ ছাড়াও পিচ পরিবর্তন ও আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়াতেও পরিবর্তন আনতে যাচ্ছে তারা।

আরও পড়ুন: ভেনেজুয়েলাকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা

ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৩/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট