Connect with us
ক্রিকেট

আইপিএলে নতুন নিয়ম: পন্টিংয়ের সঙ্গে রোহিতের পাল্টাপাল্টি বক্তব্য

রোহিত শর্মা এবং রিকি পন্টিং। ছবি- সংগৃহীত

বিশ্বের অন্যতম সেরা ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। প্রতিবছরই আইপিএলে নতুন নিয়ম প্রবর্তন করে থাকে লিগ কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় আইপিএলে সংযুক্ত হয়েছে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম। এবার এই নতুন নিয়মের কার্যকারিতা নিয়ে বিনিময় হয়েছে পন্টিংয়ের সঙ্গে রোহিতের পাল্টাপাল্টি বক্তব্য।

গেল দুদিন আগেই আইপিএলে নতুন নিয়ম- ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মের বিরোধিতা করেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটার ও ভারত জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এমন নিয়মের সমালোচনা করে রোহিত উল্লেখ করেছিলেন এতে করে অলরাউন্ডার উঠে আসা আরও কমে যাবে। 

রোহিতের সেই বক্তব্য ধরে এবার পাল্টা মন্তব্য করেছেন দিল্লি ক্যাপিটালসের কোচ ও প্রাক্তন বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক রিকি পন্টিং। রোহিতের কথায় সহমত পোষণ না করে তিনি বলেন এই নিয়ম দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়েছে। পন্টিং জানিয়েছেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ থাকবে কি না, সেটা ঠিক করবেন দর্শকেরা।’

নতুন এই নিয়ম দর্শকদের বিনোদনের বড় মাধ্যম মনে করেন তিনি, ‘ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে রোহিতের কথা শুনেছি। এটা ঠিক যে এই নিয়ম অলরাউন্ডারদের ভূমিকা অনেক কমিয়ে দিচ্ছে। এখন সবাই জানে যে আট নম্বর পর্যন্ত বিশেষজ্ঞ ব্যাটার খেলানো যাবে। কোচ এবং ক্রিকেটারদের পক্ষে বিষয়টা ঠিক না লাগলেও এই খেলাটা আদতে দর্শকদের বিনোদনের জন্য।’

পন্টিং আরও মনে করেন ইমপেক্ট প্লেয়ার নিয়মের কারণে ম্যাচে রান অনেক হচ্ছে যা দর্শক পছন্দ করে, ‘টি-টোয়েন্টি ম্যাচ বিনোদনের একটা প্যাকেজ। ক্রিকেটার বা কোচেদের থেকে একজন দর্শককে জিজ্ঞাসা করে দেখা হোক ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটা ঠিক কি না। দলগুলি যে সিদ্ধান্ত নিচ্ছে সেগুলো ওদের পছন্দ হচ্ছে। ২২০-র বেশি, এমনকি ২৫০-র বেশি রানও হয়ে যাচ্ছে অনেক ম্যাচে।

আইপিএলের নতুন এই নিয়ম নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকলেও এখানে দর্শকদের চাওয়ার বিষয়টিকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছেন পন্টিং। তিনি বলেন, ‘দর্শকদের সেটা পছন্দ হচ্ছে। ওরা হয়তো চায় নিয়মটা থাকুক। যদি ওদের পছন্দ না হয়, তা হলে পুরনো নিয়মে ফেরাই যায়।’

উল্লেখ্য, গত আইপিএল থেকেই শুরু হয়েছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। এই নিয়ম অনুযায়ী উভয় দল তাদের একাদশ ঘোষণার পাশাপাশি অতিরিক্ত পাঁচজন ইম্প্যাক্ট প্লেয়ারের তালিকা প্রকাশ করবে। যেখান থেকে ম্যাচের মাঝে এই নিয়ম অনুযায়ী নিজেদের প্রয়োজনমতো দলগুলো এক জন ক্রিকেটারকে বদলে ফেলতে পারবে।

আরও পড়ুন: চিপকের বাইরে অকার্যকর মুস্তাফিজ!

ক্রিফোস্পোর্টস/২০এপ্রিল২৪/এফএএস  

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট